ঢাবিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ' ভাস্কর্য প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ' শীর্ষক বিশেষ ভাস্কর্য প্রদর্শনী। শুক্রবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাস বিশেষ অতিথি ছিলেন। ভাস্কর্য বিভাগের চেয়ারপার্সন নাসিমা হক মিতু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতা দিয়েছে।
প্রদর্শনীতে ৩৬টি ভাস্কর্য এবং ৬০টি ভাস্কর্যের আলোকচিত্র স্থান পেয়েছে। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ছাড়াও উন্মুক্ত প্রাঙ্গণে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টায় শুরু হয়ে রাত ৮টা, আগামী ২৪মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এপি/
