শুরু হচ্ছে ‘মাইক্রোটোপিয়া ইন্টারন্যাশনাল আর্ট ফেস্ট’
গ্যালারী চিত্রক ও চট্টগ্রাম আর্ট ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে ‘মাইক্রোটোপিয়া ইন্টারন্যাশনাল আর্ট ফেস্ট ২০২১-২২’ শীর্ষক আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী।
২১ টি দেশের ১৪৫ জন শিল্পীর আঁকা ২৫০ টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বেলজিয়াম, বুলগেরিয়া, চীন, কানাডা, কিউবা, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক, তাইওয়ান ও ইউএসএ।
দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পীদের মধ্যে যাদের চিত্রকর্ম রয়েছে তারা হলেন বেলজিয়ামের মার্টিন বাইন্স, পোল্যান্ডের এ্যানা ত্রোজানাস্কা, ভারতের অজিত শীল, বাংলাদেশের শিল্পী পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ, রফিকুন নবী, মনিরুল ইসলামসহ আরও অনেকে।
বিভিন্ন দেশের বিভিন্ন মাধ্যমে আঁকা ভিন্ন সংস্কৃতির উপস্থাপন প্রদর্শনীটিকে নতুন মাত্রা দিয়েছে যা শিল্প রসিকদের উপভোগ্য হবে বলে মনে করছেন আয়োজকরা।
শনিবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় গ্যালারী চিত্রক প্রাঙ্গণে ১২ দিনব্যাপি এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি থাকবেন শিল্পী অধ্যাপক শিশির ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খ্যাতিনামা চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা, আগামী ৩১ মার্চ পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
এপি/