১০২টি কেক কেটে বইমেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বইমেলায় উদযাপন করলেন প্রকাশকরা। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যার পর বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে ১০২টি কেক কাটার আয়োজন করেন প্রকাশকরা।
এবারের বইমেলার মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিন পড়ে যাওয়ায় প্রকাশকদের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। আর এই আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে বইমেলার সমাপনী ঘোষণা করা হয়।
প্রকাশকদের এই আয়োজনে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। এ সময় বক্তব্য রাখেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক খান মাহবুব ও সমিতির পরিচালক (মেলা) এ কে এম তারিকুল ইসলাম রনি।
উল্লেখ্য যে, মহান ভাষা শহিদদের স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলার আয়োজন করা হয়। বিরতিহীনভাবে এ মেলা চলে ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। লিপিয়ারে একদিন বাড়ে। কিন্তু এবার করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের থাকলেও প্রকাশকদের দাবি ও প্রধানমন্ত্রীর সমর্থনের প্রেক্ষিতে এ মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত বাড়ানো হয়। ফলে এবার বইমেলার ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী মেলা অনুষ্ঠিত হয়েছে ৩১ দিন।
এপি/