স্বাভাবিক সময়ের চেয়ে কম বেরিয়েছে
৩১ দিনে ৩৪১৬টি নতুন বই
অমর একুশে বইমেলা ২০২২ এ মোট ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা বেশি। ২০২১ সালে প্রকাশিত হয়েছিল ২ হাজার ৬৪০টি। তবে তার আগের বছরগুলোর তুলনায় কম বই প্রকাশিত হয়েছে এ বছর। বৈশ্বিক মহামারি করোনা-পরিস্থিতির মধ্যে এই দুই বছর বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুসারে ২০২০ সালে নতুন বই প্রকাশিত হয় ৪ হাজার ৯১৯টি। ২০১৯ সালে প্রকাশিত হয়েছে ৪ হাজার ৬৮৫টি। ২০১৮ সালে প্রকাশিত হয়েছে ৪ হাজার ৫৯১টি। ২০১৭ সালে প্রকাশিত হয়েছে ৩ হাজার ৬৪৬টি।
২০২২ সালে প্রকাশিত ৩৩ হাজার ৪১৬টি নতুন বইয়ের মধ্যে গল্প ৪৬৭টি, উপন্যাস ৫০১টি, প্রবন্ধ ১৭৯টি, কবিতা ১০৬০টি, গবেষণা ১০২টি, ছড়া ৬৪টি, শিশুতোষ ৯৪টি, জীবনী ১০৩টি, রচনাবলী ১৭টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১০২টি, নাটক ১৭টি, বিজ্ঞান ৪৮টি, ভ্রমণ ৫৬টি, ইতিহাস ৭২টি, রাজনীতিবিষয়ক ২৪টি, চিকিৎসাবিষয়ক ২১টি, বঙ্গবন্ধুবিষয়ক ৮৫টি, রম্য/ধাঁধা ১৭টি, ধর্মীয় ৪০টি, অনুবাদ ৪০টি, অভিধান ১০টি, সায়েন্স ফিকশন ৫৬টি ও অন্যান্য ২৪১টি।
সর্বাধিক প্রকাশিত হয়েছে কবিতা, এক হাজার ৬০টি। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যায় প্রকাশিত হয়েছে উপন্যাস, ৫০১টি। তৃতীয় অবস্থান হচ্ছে গল্পের, ৪৬৭টি। চতুর্থ হচ্ছে প্রবন্ধ, ১৭৯টি।
এবারের বইমেলার শেষ দিন ১৭ মার্চ ৩১তম দিনে প্রকাশিত হয়েছে ২১৫টি নতুন বই প্রকাশিত হয়েছে।
এবারের বইমেলার প্রতিবেদনে মেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানান, বইমেলায় মোট বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি, যা পুরো বইয়ের ২৬ ভাগ। ২০২০ সালে এই হার ছিল ১৫ ভাগ।
মহান ভাষা শহিদদের স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আয়োজন হয় অমর একুশে বইমেলা। বিরতিহীনভাবে চলে ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। লিপিয়ারে একদিন বাড়ে। কিন্তু এবার করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের থাকলেও প্রকাশকদের দাবি ও প্রধানমন্ত্রীর সমর্থনের প্রেক্ষিতে এ মেলা ১৭ মার্চ পর্যন্ত গড়িয়েছে। মেলা অনুষ্ঠিত হয়েছে ৩১ দিন।
বাংলা একাডেমির আয়োজনে একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায় এবার বইমেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৩৫টি প্যাভিলিয়নসহ মোট ৫৩৪টি প্রতিষ্ঠান ৭৭৬টি ইউনিটে স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
বইমেলার ৩১তম দিনের নতুন বই-এর পূর্ণাঙ্গ তালিকা:
এপি/