ইতিহাসের দীর্ঘমেয়াদী বইমেলার শেষ দিন আজ
অমর একুশে বইমেলার শেষ দিন আজ বৃহস্পতিবার (১৭ মার্চ)। করোনাকালীন পরিস্থিতিতে আয়োজিত এই মেলাই সম্ভবত বাংলা একাডেমি আয়োজিত বইমেলার মধ্যে দীর্ঘমেয়াদী মেলা।
মহান ভাষা শহিদদের স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আয়োজন হয় এ মেলা। বিরতিহীন ভাবে চলে ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। লিপইয়ারেএকদিন বাড়ে। কিন্তু এবার করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের থাকলেও প্রকাশকদের দাবি ও প্রধানমন্ত্রীর সমর্থনের প্রেক্ষিতে এ মেলা ১৭ মার্চ পর্যন্ত গড়িয়েছে।
আজ সমাপনী দিনে মেলার দ্বার খুলবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীর কর্মসূচি
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮:৩০টায় জাতির পিতার প্রতিকৃতিতে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিকেল ৩টায় অমর একুশের মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুন-অর-রশিদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নজরুল ইসলাম, স্বদেশ রায় এবং মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বিকেল ৪টায় ভাষাশহিদ মুক্তমঞ্চে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বইমেলার সমাপনী অনুষ্ঠান
বাংলা একাডেমি একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিকাল ৫টায় অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২২’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এপি/