৮ প্রকাশনী পেল গুণীজন স্মৃতি পুরস্কার
অমর একুশে বইমেলায় অংশ নিয়ে ৪ ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেল ৮ প্রকাশনা প্রতিষ্ঠান। আজ বুধবার (১৬ মার্চ) বইমেলা আয়োজক কমিটির পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অমর একুশে বইমেলা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কারগুলো তুলে দেওয়া হবে।
২০২১ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২২’ পাচ্ছে আগামী প্রকাশনী।
২০২১ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা গ্রন্থ বিভাগে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২’ পুরস্কার দেওয়া হচ্ছে তিনটি প্রতিষ্ঠানকে। এর মধ্যে আবুল হাসনাত সম্পাদিত ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক’ প্রকাশের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, জালাল ফিরোজ রচিত ‘লন্ডনে বঙ্গবন্ধুর একদিন’ গ্রন্থের জন্য জার্নিম্যান বুকস ও সৈয়দ আবুল মকসুদ রচিত ‘নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়’ গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন এ পুরস্কার পাচ্ছে।
২০২১ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২২’ পাচ্ছে কথাপ্রকাশ।
২০২২ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জার জন্য ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২’ পাচ্ছে নবান্ন প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন ও পাঠক সমাবেশ।
এপি/