কীর্তিমানদের শংসাবচন নিয়ে বই
নাসির উদ্দীন ইউসুফ ও রুবাইয়াৎ আহমেদ রচিত কীর্তিমান মানুষের জীবন-উদযাপনের শংসাবচন এবং প্রয়াণের শোকবচন নিয়ে গ্রন্থ প্রকাশ করেছে নৈঋতা। ‘শংসা ও শোকের বচন’ নামে গ্রন্থটি অমর একুশে বইমেলায় প্রকাশ করা হয়েছে।
বইটি নিয়ে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ লিখেছেন, ‘গ্রন্থ প্রকাশনায় আমার কোন ভূমিকা বা কৃতিত্ব নাই। বেশ ক’মাস আগে রুবাইয়াৎ আহমেদ তার পরিকল্পনার কথা আমাকে জানান। জ্ঞাত হওয়া ছাড়া আমার আর কোন ভূমিকা বা কৃতিত্ব নাই। কৃতিত্ব রুবাইয়াৎ আহমেদের।
এ ধরণের রচনায় সিদ্ধহস্ত ছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন। তাঁর প্রয়াণের পর প্রায় একযুগ পূর্বে অনেকটা অন্তরের তাগিদ থেকে আমি কলম হাতে নেই। আমার অপটু হাতের রচনায় রুবাইয়াৎ উচ্ছ্বসিত হয়ে উঠলে আমি তাকে এ ধরণের রচনায় প্রলুব্ধ করি। রুবাইয়াৎ তার চমৎকার ভাষারীতি প্রয়োগ করে বেশ ক’টি বচন রচনা করে আমাকে বিস্মিত করে। তারপর সে আমাকে গ্রন্থ প্রকাশের কথা জানালে আমি বিব্রত হই, কিন্তু রুবাইয়াৎ তার পরিকল্পনা মাফিক এগিয়ে চলে।
নৈঋতা গ্রন্থটি প্রকাশ করেছে। আমাদের অকিঞ্চিৎকর লেখাগুলো বই আকারে প্রকাশ করার স্পর্ধা দেখানোর জন্য নৈঋতাকে ভালোবাসা ও আলিঙ্গন।
গ্রন্থটির উল্লেখযোগ্য একটি দিক হলো প্রচ্ছদ। প্রিয়শিল্পী সব্যসাচী হাজরা চমৎকার একটি প্রচ্ছদ এঁকে আমাকে বিমোহিত করেছে। সাধু সাধু সব্যসাচী হাজরা।
সবশেষে রুবাইয়াৎকে বরাবরের মতোই স্নেহ ও মায়া।’
গ্রন্থটি সংগ্রহ করা যাবে বাংলা একাডেমির একুশের বইমেলার নৈঋতার স্টল-৫৩৪ থেকে।
এপি/