নতুন বই
২৮তম দিনে এসেছে ৭৬টি

অমর একুশে বইমেলার ২৮তম দিন সোমবার (১৪ মার্চ) নতুন বই এসেছে ৭৬টি।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১০টি, উপন্যাস ৮টি, প্রবন্ধ ৪টি, কবিতা ২৩টি, গবেষণা ৪টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ৩টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, বঙ্গবন্ধুবিষয়ক ২টি, অনুবাদ ১টি ও সায়েন্স ফিকশন ২টি।
নতুন আসা বইয়ের মধ্যে- মুস্তাফিজ শফির নতুন উপন্যাস ‘স্পর্শ’ প্রকাশ ও মাহবুব আজীজ-এর নতুন উপন্যাস ‘নামচিহ্নহীন’ প্রকাশ করেছে কথাপ্রকাশ।
দেবব্রত মুখোপাধ্যায়-এর খেলোয়াড়কেন্দ্রীক গল্পের বই ‘অটোগ্রাফ’ প্রকাশ করেছে ঐতিহ্য।
আনোয়ারা সৈয়দ হক-এর কিশোর গল্প ‘রাসেল তার আব্বুর হাত ধরে হেঁটে যায়’ ও নৌ-কমান্ডো ফারুক ই আজম বীর প্রতীকের স্মৃতিকথা ‘১৯৭১ : যুদ্ধদিনের স্মৃতিকথা’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
সুবর্ণ প্রকাশ করেছে মো. মাহবুবর রহমানের বঙ্গবন্ধুবিষয়ক ‘বঙ্গবন্ধুর শাসনামল ১৯৭২-১৯৭’।
অনিন্দ্য প্রকাশ বের করেছে মোশতাক আহমেদের সায়েন্স ফিকশন ‘নিবি’।
আবিষ্কার প্রকাশ করেছে মোস্তফা জব্বারের গবেষণা বিষয়ক ‘ডিজিটাল বিপ্লবীদের দেশে দেশে’।
বইমেলার ২৮তম দিনের নতুন বই-এর পূর্ণাঙ্গ তালিকা:
এপি/
