দেশের কোথায় কোন পালার প্রদর্শনী
বাংলাদেশ যাত্রা উৎসব উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১০০টি নতুন যাত্রাপালা নিয়ে শুরু হলো ‘বাংলাদেশ যাত্রা উৎসব ২০২২’।
শনিবার (১২ মার্চ) শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আলোচক ছিলেন বিশিষ্ট যাত্রা গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমি রেপার্টরীর যাত্রাদল-এর ‘নি:সঙ্গ লড়াই’। ১৩ মার্চ মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ‘বিসর্জন’। ১৪ মার্চ মঞ্চস্থ হবে মিলন কান্তি দের ‘বঙ্গবন্ধুর ডাকে’। ১৫ মার্চ মঞ্চস্থ হবে অরুণা বিশ্বাস নির্দেশিত ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’। ১৬ মার্চ মঞ্চস্থ হবে হাসান কবির শাহীন নির্দেশিত ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।
উৎসব চলবে ৩০ মার্চ পর্যন্ত। ঢাকা মহানগরের যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়িত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে যাত্রামঞ্চে। পালা শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায়। রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে ৩০টি মঞ্চে এই যাত্রাপালা মঞ্চস্থ হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
সারা দেশে কোথায় কোন যাত্রাপালার প্রদর্শনী
এপি/
