নতুন বই
২৬তম দিনে এসেছে ৮০টি

অমর একুশে বইমেলার ২৬তম দিন শনিবার (১২ মার্চ) নতুন বই এসেছে ৮০টি।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১৪টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৯টি, কবিতা ১৯টি, গবেষণা ৩টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ২টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ১টি, ইতিহাস ৩টি, রাজনীতি ১টি, অনুবাদ ১টি ও সায়েন্স ফিকশন ২টি।
নতুন আসা বইয়ের মধ্যে- প্রয়াত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক অনুদিত ধ্রুপদী উর্দু কবিতার অনুবাদ ‘অন্য কোনো কাননে’ প্রকাশ করেছে ঐতিহ্য।
মাজহারুল ইসলাম-এর ভ্রমণগদ্য ‘গ্যাংটকে গ্যাঁড়াল: দার্জিলিংয়ে কোলাহল’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ।
স্বকৃত নোমান-এর ‘গল্প সংগ্রহ’ প্রকাশ করেছে পাঠক সমাবেশ।
য়ারোয়া বুক কর্নার প্রকাশ করেছে গোলাম কিবরিয়া পিনুর গল্পগ্রন্থ ‘ভাষানীতি, নন্দনতত্ত্ব ও লেখক-শিল্পীর ভাবাদর্শের লড়াই’। শুভ্রপ্রকাশ এনেছে উদয় শংকর বিশ্বাসের ‘বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ফোকলোর চর্চা’। আবিষ্কার প্রকাশ করেছে মোস্তফা জব্বারের গল্প ‘ডিজিটাল বিপ্লবীদের দেশে দেশে’। নবান্ন প্রকাশনী এনেছে সাইমন জাকারিয়ার ‘আদিবাসী শিশু-কিশোরদের উৎসব ঐতিহ্য’।
বইমেলার ২৬তম দিনের নতুন বই-এর পূর্ণাঙ্গ তালিকা:
এপি/
