নতুন বই
২৫তম দিনে এলো সর্বাধিক ৩১২টি
অমর একুশে বইমেলার ২৫তম দিনে এলো এবারের মেলার সর্বোচ্চ সংখ্যক নতুন বই, ৩১২টি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বইমেলায় যেমন জনসমাগম ঘটে বেশি, তেমনি বইও প্রকাশিত হয় সপ্তাহের সর্বাধিক। আজ (১১ মার্চ) হচ্ছে এবারের মেলার শেষ শুক্রবার। এ কারণেই হয়তো এ দিনে এলো সর্বাধিক সংখ্যক নতুন বই।
এবারের মেলায় এর আগে সর্বাধিক সংখ্যক বই এসেছে মেলার দ্বিতীয় শুক্রবার ২৫ ফেব্রুয়ারি, ২৪৯টি। প্রথম শুক্রবার এসেছে ১৭৭টি। তৃতীয় শুক্রবার ৪ মার্চ এসেছিল ২২০টি। আর ২১শে ফেব্রুয়ারি এসেছিল ২২৪টি নতুন বই।
মেলার চতুর্থ শুক্রবার এসেছে ৩১২টি। এই সংখ্যাটি এবারের মেলার সর্বোচ্চ সংখ্যক হলেও মেলার ইতিহাসে সর্বোচ্চ নয়। এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যক বই বেরিয়েছে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি, ৩৬৯টি।
আজ মেলায় আসা বইয়ের মধ্যে রয়েছে কবি নির্মলেন্দু গুণ-এর ‘রচনাবলি’ একাদশ খণ্ড প্রকাশ করেছে কাকলী প্রকাশনী।
আনোয়ারা সৈয়দ হক-এর স্মৃতিগদ্যের বই ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই’ মেলায় প্রকাশ করেছে জাগতিক প্রকাশনী।
মবিন খানের গল্পের বই ‘গল্পরা’ প্রকাশ করেছে অনুস্বর।
বইমেলার ২৫তম দিনের নতুন বই-এর পূর্ণাঙ্গ তালিকা:
এপি/