শুরু হচ্ছে প্রাচ্য-চিত্রকলা প্রদর্শনী 'পরম সত্যের হৃদয়ঙ্গম'
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে রবিবার (১২ই মার্চ) থেকে শুরু হচ্ছে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ' -এর ৯ম প্রাচ্য-চিত্রকলা প্রদর্শনী 'পরম সত্যের হৃদয়ঙ্গম'।
বিকাল ৫:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাচ্যকলার বরেণ্য শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের প্রধান উপদেষ্টা মিখাইল আই. ইসলাম ও শিল্পানুরাগী জেরিন মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপার্সন নীলু রওশন মুর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অবিন্তা কবির ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে নির্বাচিত তিনটি শিল্পকর্মের জন্য ৩ জন শিল্পীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেওয়া হবে।
'অবিন্তা গ্রান্ড প্রাইজ' গ্রহণ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী সঞ্জয় কুমার প্রামাণিক। 'অবিন্তা এক্সিলেন্স অ্যাওয়ার্ড' গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী হাবিবা আসলাম ও একই বিশ্ববিদ্যালয় অ্যালামনাই পূর্ণিমা আক্তার।
উন্মুক্ত আহ্বানের মাধ্যমে সারাদেশ থেকে প্রাতিষ্ঠানিক, অ-প্রাতিষ্ঠানিক, স্বশিক্ষিত শিল্পীদের প্রাচ্য-বৈশিষ্ট্যের নির্বাচিত ৫৪ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে।
প্রাচ্যরীতির বিখ্যাত ওয়াশ পদ্ধতির চিত্রকলা; গোয়াশ, টেম্পারা ও চায়নিজ ইঙ্ক মাধ্যমের চিত্রকলাসহ অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম ও নিউ-মিডিয়ার কাজ রয়েছে এতে। এছাড়া, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার প্রদর্শনীও থাকছে।
প্রদর্শনীটি ১২ই মার্চ শুরু হয়ে চলবে আগামী ২৪শে মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
এপি/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)