বইমেলা: শেষ শুক্রবার উপচেপড়া ভিড়
অমর একুশে বইমেলার পর্দা নামার আগে শেষ শুক্রবার আজ (১১ মার্চ)। এদিন সকাল থেকেই মেলার উভয় অংশে (বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান) ক্রেতা-দর্শণার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
তবে সোহরাওয়ার্দী উদ্যান অংশে বেশি ভিড়। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, ছুটির দিন হওয়াতে অনেকেই শিশুদের সঙ্গে এনেছেন। শিশুদের বড় আকর্ষণ সিসিমপুর এবং শিশু চত্বর আছে সোহরাওয়ার্দী অংশেই। তাই এই অংশেই ভিড় বেশি।
অমর একুশে বইমেলা এবার সেজেছিল ভিন্নভাবে। বিস্তর জায়গা। মেলায় আসা পাঠকরা যেন নিশ্বাস নিতে পারছিলেন বুকভরে। দুপুর থেকে শুরু হওয়া মেলায় ভাঙনের সুর বেজে ওঠে নয়টা বাজলেই।
শেষ শুক্রবারে সকাল থেকেই পাঠক ও ক্রেতাদের আগমনে কানায় কানায় ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। সকাল থেকে ভিড় হলেও দুপুরের পর পাঠক ও ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। বইমেলার সব প্রবেশ গেটে লাইন দিয়ে আগতরা ঢুকতে শুরু করেন। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রত্যেকটি স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন বিক্রেতারা। পাঠকরা এসে বই কিনে ঘোরাঘুরি করে, আড্ডা দিয়ে চলে যাচ্ছিলেন। মেলায় আড্ডা যেমন জমে উঠছিল বন্ধু-বান্ধবদের কোলাহলে, তেমনি বিস্তীর্ণ মেলায় খণ্ড খণ্ড জটলাগুলোও ছিল চোখে পড়ার মতো।
আসছে ১৭ মার্চ শেষ হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২২। এবারের মেলায় শুরুর দিকে পাঠকদের উপস্থিতি কম দেখা গেলেও মেলার শেষবেলায় ক্রমেই ভিড় বাড়তে দেখা যায়।
এমএ/আরএ/