১০০ নতুন পালা নিয়ে সারা দেশে যাত্রা উৎসব ১২ মার্চ থেকে

১০০টি নতুন যাত্রাপালা নিয়ে সারা দেশে ‘বাংলাদেশ যাত্রা উৎসব ২০২২’ এর আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১২ মার্চ শুরু হয়ে উৎসব চলবে ৩০ মার্চ পর্যন্ত।
ঢাকা মহানগরের যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়িত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে যাত্রামঞ্চে। পালা শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায়। রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে ৩০টি মঞ্চে এই যাত্রাপালা মঞ্চস্থ হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১২ মার্চ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমি রেপার্টরীর যাত্রাদল-এর ‘নি:সঙ্গ লড়াই’। ১৩ মার্চ মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ‘বিসর্জন’। ১৪ মার্চ মঞ্চস্থ হবে মিলন কান্তি দের ‘বঙ্গবন্ধুর ডাকে’। ১৫ মার্চ মঞ্চস্থ হবে অরুণা বিশ্বাস নির্দেশিত ‘ঘরে ঘরে দূর্গ গড়ে তোল’। ১৬ মার্চ মঞ্চস্থ হবে হাসান কবির শাহীন নির্দেশিত ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।
এপি/
