নতুন বই
২৪তম দিনে এসেছে ৫৯টি

অমর একুশে বইমেলার ২৪তম দিন বৃহস্পতিবার (১০ মার্চ) নতুন বই এসেছে ৫৯টি।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১০টি, উপন্যাস ১টি, প্রবন্ধ ৩টি, কবিতা ১৯টি, গবেষণা ১টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধবিষয়ক ৩টি, ভ্রমণ ২, ইতিহাস ১, রাজনীতি ১টি ও অনুবাদ ২টি।
মেলায় আসা বইয়ের মধ্যে ওয়াসি আহমেদ সম্পাদিত ‘গল্পরথ’ প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা।
আলমগীর শাহরিয়ার-এর কাব্যগ্রন্থ ‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’ প্রকাশ করেছে চৈতন্য।
শাহরিয়ার মাহমুদ প্রিন্স-এর ‘ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’ প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন।
নবান্ন প্রকাশনী বের করেছে মুহম্মদ নূরুল হুদার কাব্যগ্রন্থ ‘কুসুমমৌসুম’, ড. নূরুন নবীর ‘মুক্তিযুদ্ধে ভারত’, শিহাব সরকারের আত্মজৈবনিক ‘দিনগুলি যায় না তবু না ফুরায়’ ও সেলিনা হোসেনের প্রবন্ধ ‘এক জীবনে বাংলা একাডেমি’।
ঐতিহ্য প্রকাশ করেছে সৈয়দ শামসুল হকের ভাষাআন্দোলন বিষয়ক ‘বাহান্নের বিজয়গাথা’।
বইমেলার ২৪তম দিনের নতুন বই-এর পূর্ণাঙ্গ তালিকা:
এপি/
