নতুন বই
২২ তম দিনে এসেছে ৭৭টি।
অমর একুশে বইমেলার ২২তম দিন মঙ্গলবার (৭ মার্চ) নতুন বই এসেছে ৭৭টি।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১০টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ৪টি, কবিতা ২৩টি, গবেষণা ৪টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১টি, নাটক ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, বঙ্গবন্ধুবিষয়ক ৫টি, অনুবাদ ১টি, অভিধান ১টি ও সায়েন্স ফিকশন ১টি।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে সাদিকুর রহমান পরাগ-এর প্রথম গল্পগ্রন্থ ‘তিনভাগ জল’ প্রকাশ করেছে জার্নিম্যান বুকস।
গবেষক সাইমন জাকারিয়া প্রণীত ‘বাংলাদেশের লোকশিল্পী তালিকা’ প্রকাশ করেছে ভাবনগর ফাউন্ডেশন ও অন্যধারা। এতে স্থান পেয়েছে দেশের চার হাজার লোকশিল্পীর নাম, পরিচয়, ঠিকানা। বইটির দাম ৫০০ টাকা।
মামুন সিদ্দিকীর প্রবন্ধ গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের অজানা ভাষ্য’ প্রকাশ করেছে সুবর্ণ।
পারিজাত প্রকাশনী বের করেছে মোনায়েম সরকারের গবেষণা 'মুজিবনগর সরকারের সংকট ও সাফল্য'। ঐতিহ্য থেকে এসেছে মোহাম্মদ হারুন-উর-রশিদের স্মৃতিচারণমূলক 'বাংলা একাডেমি আমার বাংলা একাডেমি'। জয়তী থেকে এসেছে কায়কোবাদ মিলনের 'মুসলিম লীগের ইতিহাস'। জিনিয়াস পাবলিকেশন্স থেকে এসেছে স্বদেশ রায়ের 'সম্পাদকের টেবিল' ও হাওলাদার প্রকাশনী থেকে এসেছে লে. কর্নেল (অব:) এম. এ হামিদের আত্মজীবনী 'ফেলে আসা সৈনিক জীবন'।
বইমেলার ২২তম দিনের নতুন বই-এর পূর্ণাঙ্গ তালিকা:
এপি/