নতুন বই
এসেছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও তারুণ্যের ভাবনা’

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও তারুণ্যের ভাবনা’। একটি সংকলন গ্রন্থ। এতে স্থান পেয়েছে পঞ্চাশটির অধিক লেখা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ দেশের প্রায় তিরিশটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সংকলনে ব্যক্ত করেছেন দেশের প্রতি তাদের স্বপ্ন, অনুভূতি, ভালোবাসা-হতাশার কথা।
গ্রন্থটি সম্পাদনা করেছেন জিনাতুননেছা জিনাত। তিনি পেশায় শিক্ষক। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক। তরুণ প্রজন্মের মধ্যে দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতে কাজ করেন। ‘আমার স্বপ্নের বাংলাদেশ’ নামে একটি অনলাইন গ্রুপ পরিচালনা করেন, যেখানে বাংলাদেশকে জানার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয়ে থেকে। এর আগে প্রকাশিত হয়েছে তার আটটি গ্রন্থ।
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও তারুণ্যের ভাবনা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়।
বইটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন।
এপি/
