পর্যটন খাতকে টেকসই করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
বিদেশি পর্যটকদের টার্গেট করে পর্যটন খাতকে আরও টেকসই করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনের ব্যানকুইট হলে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
পর্যটন খাতকে ডিজিটাইজেশন করে দেশে-বিদেশে পরিচিত করার উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পর্যটন শিল্প দেশের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে তুলে ধরে। এ কারণেই এ খাতকে গুরুত্ব দিতে হবে।
পর্যটন খাত বিকাশে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে দেওয়া হয় ‘জাতীয় ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড ২০২১’। ১১ ক্যাটাগরিতে ২৫ জনকে এ পুরস্কারে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য খবির উদ্দিন আহমেদ, টোয়াবের সিনিয়র সহ-সভাপতি শিবলুল আজম কোরেশি, বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর প্রমুখ।
আরইউ/এসআইএইচ