শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ঢাকার ভেতরেই একদিনে ঘুরে আসুন ফুলের রাজ্যে থেকে

ছবি সংগৃহিত

বাংলাদেশে এমন বহু স্থান আছে যেখানে ছুটির দিনে অনেকেই ঘুরতে যান। সমুদ্রতীর, পার্ক ইত্যাদি ছাড়াও অনেকে আবার মনের মত খাওয়া দাওয়া করতেও বিভিন্ন স্থানে ঘুরতে যান। তবে কেমন হয় যদি প্রাকৃতিক সৌন্দর্য, নদীর তীর এবং ভালো খাওয়া দাওয়া একই স্থানে পাওয়া যায় ! ভাবলেই কত ভালো লাগে।

এমনই এক মনোরম স্থানের হদিস রয়েছে দেশের রাজধানীতে। বাংলাদেশের রাজধানী ঢাকার এক জনপ্রিয় সময় কাটানোর জায়গা হল ঠিকানা রিসোর্ট, যা প্রকৃতপক্ষে একটি বড় আকারের রেস্টুরেন্ট।

খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আর চারদিক ঘিরে ফুটে থাকা হাজারো ফুলের সৌরভের কারণে ঠিকানা রেস্টুরেন্টটি এখন একটি রিসোর্ট হয়ে উঠেছে। পুরো রিসোর্টে গ্রামীণ শৈল্পিক ছোঁয়া, আকাশ ও প্রকৃতির সৌন্দর্য, বিভিন্ন সময়ে নানা রঙের সৌন্দর্য রয়েছে। তাছাড়া ঠিকানা রেস্টুরেন্টটি স্বল্প সময়ের মধ্যেই ঢাকাবাসীর কাছে প্রভূত জনপ্রিয়তা পেয়েছে।

এই কারণেই প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন অংশ থেকে তথা বাংলাদেশের বিভিন্ন শহর থেকেও এখানে অনেক মানুষ আসেন পরিবার বা বন্ধু- বান্ধবদের সাথে কিছু ভালো সময় কাটাতে। বলাই বাহুল্য যেকোনো সরকারি ছুটির দিন, এই রিসোর্টে ভিড় অনেক বেড়ে যায়। শীতের মরশুম জুড়ে পুরো রেস্টুরেন্ট এলাকা রং বাহারি ফুলে ভরে যায়, তাই এসময় ঠিকানা রিসোর্টের সৌন্দর্যও বেড়ে যায় বহুগুণ। ঠিকানায় মনোরম পরিবেশ অতিথিদের প্রাকৃতিক সৌন্দর্য এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়, যা সামগ্রিক ছুটির অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে।

ঠিকানায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা

ঠিকানায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। ঠিকানায় বিভিন্ন ধরনের দেশী বিদেশী খাবার পাওয়া যায়। এখানকার মেন্যুতে আছে বিভিন্ন ধরনের পিঠা ও বেশ কিছু জনপ্রিয় দেশীয় খাবার। এখানে গিয়ে গ্রামীণ মাটির উনুনে (চুলায়) কিভাবে পিঠা তৈরি হয় তা দেখতে পারবেন, চাইলে আপনি উনুনের পাশের কুঁড়েঘরে বসে গরম গরম পিঠা খাওয়ার আনন্দও নিতে পারেন, এছাড়া ঠিকানার নিজ ক্ষেতের সবজি ও মাছ খাওয়ারও সুযোগ রয়েছে।

তবে এগুলোর দাম একটু বেশি হবে। বলাই বাহুল্য, দেশি খাবার ছাড়াও ঠিকানায় রয়েছে নানা রকম বিদেশি সুস্বাদু খাবার। এছাড়াও ঠিকানায় রয়েছে একটি উন্নতমানের কফি শপ, যেখানে ব্রাজিলের বিন এনে কফি তৈরি করা হয়। তবে যাওয়ার আগে থেকেই টেবিল বুকিং করে নিতে হবে।রিসোর্টের মূল ভবনে পাশ্চাত্য স্থাপত্যের ছোঁয়া রয়েছে। পছন্দের খাবার খেতে একবার হলেও ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে।

ঠিকানা রিসোর্ট খরচ কেমন লাগে

ঠিকানা রিসোর্টে প্রবেশ করার জন্য জনপ্রতি ৩০০ টাকা করে ফি দিতে হয়। কিন্তু কেউ যদি ৩০০ টাকার উপরে যে কোনো খাবার অর্ডার করে থাকেন সেক্ষেত্রে প্রবেশ ফি লাগবেনা। খাবার না খেয়ে শুধু ঘুরাঘুরি করতে হলে ৩০০ টাকা ফি দিয়ে প্রবেশ করতে হবে। এখানে খাবারের সর্বনিম্ন মেনুসেট ৬৫০ টাকা + ভ্যাট অর্থাৎ প্রায় ৭৫০ টাকা থেকে শুরু। এই ৬৫০ টাকার মেনু সেটের মধ্যে থাকবে ভুনা খিচুড়ি, বিফ ভুনা, অমলেট, বেগুন ভাজা, সালাদ, আচার এবং জল। কেউ চাইলে এর বাইরেও অন্য কিছু যোগ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত ফি দিতে হবে।

ঠিকানা ডে আউটারস এর সৌন্দর্য

বাড্ডা থানার ব্যারাইদ এলাকায় ঠিকানা ডে আউটারস অবস্থিত। এই রিসোর্টটি এক নিরিবিলি পরিবেশে অবস্থিত। রিসোর্টটিতে অগণিত ফুল রয়েছে যা সারিবদ্ধভাবে সাজানো এবং এগুলো প্রাকৃতিক মনোরম পরিবেশের আদলে তৈরি। এসব ছাড়াও রিসোর্টে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। তবে এই রিসোর্টে পোষ্য প্রাণী নিয়ে প্রবেশ করা নিষেধ।

এছাড়াও এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। ঠিকানা ডে আউটারস ঐতিহ্যবাহী কাঠের ঘরের নান্দনিক কারুকার্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মূল ফটক থেকে শুরু করে পুরো রিসোর্টে গ্রামীণ শৈল্পিক ছোঁয়া রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ঠিকানায় আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখতে পাবেন। “তায়্যেবা আফরিন” ব্যক্তিগত উদ্যোগে নিজের স্বপ্নের ঠিকানা গড়ে তোলেন। তিনিই ক্যাফের ম্যানেজার এবং প্রতিষ্ঠাতা।

ঠিকানা রিসোর্ট কোথায় অবস্থিত

“ঠিকানা রিসোর্ট” ঢাকার গুলশান থেকে ২ – ৩ কলোমিটার দূরে মাদানি এভিনিউ, বড় বেরাইদ, বাড্ডা, বালু নদীর পাড়ে অবস্থিত। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই “ঠিকানা রিসোর্ট”-এ গিয়ে জন্মদিন, গায়ে হলুদ, বিবাহ সহ যে কোন পারিবারিক অনুষ্ঠান পালন করতে পারেন, তবে এর জন্য আগেই বুকিং করে নিতে পারেন।

এছাড়াও শহরের কাছে পিঠে পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য এই রিসোর্টটির জুড়ি মেলা ভার। ঠিকানা রিসোর্ট এর আশেপাশের অঞ্চলের বিস্ময়কর দৃশ্য আপনাকে শহরের জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে এসে এক মনোরম পরিবেশে বাঁচতে এবং আপনার মনকে সতেজ করে তুলতে সহায্য করবে।

ঠিকানা রিসোর্টে কিভাবে যাবেন

বাংলাদেশের ঢাকার নিউমার্কেট থেকে লেগুনা করে, বা উওর বাড্ডা থেকে অটো রিক্সা করে যেতে পারেন।

ঠিকানা রিসোর্টে প্রবেশের সময়

ঠিকানা রিসোর্ট প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ০৮ টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনি যেকোনো সময় ঠিকানায় সময় কাটাতে যেতে পারবেন।

যোগাযোগ ব্যবস্থা

ঠিকানায় আসার আগে আপনার এন্ট্রি বুকিং নিশ্চিত করতে, কল করুন বা এসএমএস পাঠান এই নাম্বরে – ০১৭৫৫৫৫৪৪৪৭ (কমপক্ষে ১ দিন আগে বুকিং নিশ্চিত করবেন)।

বুকিং ছাড়াও সরাসরি এসে টিকিট নিতে পারবেন। তবে সরকারি ছুটির দিনগুলতে ভিড় বেশি থাকে, সেক্ষেত্রে ঠিকানা রিসোর্ট ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন : +৮৮ ০১৭৫৫৫৫৪৪৪৭ (বুকিং), +৮৮ ০১৭৫৫৫৫৪৪৪৮, +৮৮ ০৯৬৩৮২২৭৭০০। ইমেইল: thikanakk@gmail.com

ঠিকানা রিসোর্ট ঢাকার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য যা ঢাকা শহরের মানুষের নিকট একটি প্রিয় স্থান। রিসোর্ট প্রায়ই সব বয়সের জন্য উপযোগী সুবিধা এবং সেবা প্রদান করে। খাবার কিংবা ভ্রমণ যাই বলুন সবই পাবেন ঠিকানায়। আছে সুন্দর সবুজ পরিবেশ, তাই মানুষ অবকাশ যাপনের উদ্দেশ্যে একটি সঠিক গন্তব্য এটি।

Header Ad
Header Ad

চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তবে নতুন দলে এসেই তিনি হয়েছেন সর্বোচ্চ বেতনের খেলোয়াড়।

মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী শেফিল্ড থেকে বছরে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা। মাসিক হিসাবে তার বেতন প্রায় ৩.৩ কোটি টাকা। তবে আপাতত জুন পর্যন্ত ধারে থাকার কারণে তিনি চলতি মৌসুমের বাকি সময় পর্যন্ত এই বেতনই পাবেন।

শেফিল্ড ইউনাইটেড বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, যা তাদের আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ক্লাবটি চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিততে পারে। হামজার ধারের মেয়াদ শেষ হলে শেফিল্ড ইউনাইটেড তার সঙ্গে স্থায়ী চুক্তি করার পরিকল্পনাও করছে।

শেফিল্ডে হামজার পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হলেন ডিফেন্ডার রব হোল্ডিং, যিনি বছরে ২৩ লাখ ৪০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৮১ লাখ টাকা) বেতন পান। তৃতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়রা হলেন আনেল আহমেদহোডজিক, গুস্তাভো হার্মার, টম ডেভিস ও ভিনিসিয়াস সৌজা, যারা প্রত্যেকে বছরে ১৫ লাখ ৬০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৮৮ লাখ টাকা) বেতন পান।

শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়ে হামজা চৌধুরী শুধু মাঠের খেলায় নয়, বেতনের ক্ষেত্রেও শীর্ষস্থানে উঠে এসেছেন। এখন দেখার বিষয়, তিনি নতুন দলে কতটা প্রভাব বিস্তার করতে পারেন।

Header Ad
Header Ad

পবিপ্রবিতে আবাসিক হলগুলোর নাম পরিবর্তন, মুছে ফেলা হলো শেখ পরিবারের নাম

ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে শেখ পরিবারের নামে থাকা সব আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলের নতুন নামকরণের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ও নাম পরিবর্তন কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোর নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নামকরণের ফলে শের-ই-বাংলা হল-১ এখন শহীদ জিয়াউর রহমান হল-১, শের-ই-বাংলা হল-২ হয়েছে শহীদ জিয়াউর রহমান হল-২, কবি বেগম সুফিয়া কামাল হল হয়েছে চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল হয়েছে কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হয়েছে বিজয় ২৪ হল এবং বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল হয়েছে জুলাই ৩৬ হল। এছাড়া, নির্মাণাধীন নতুন ছাত্র হলের নাম রাখা হয়েছে শের-ই-বাংলা হল, আর নির্মাণাধীন নতুন ছাত্রী হলের নাম হবে তাপসী রাবেয়া হল। তবে এম. কেরামত আলী হলের নাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পরবর্তী রিজেন্ট বোর্ড সভায় আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন নামগুলো বহাল থাকবে।

Header Ad
Header Ad

ইসরায়েলের তেল আবিবে তিনটি বাসে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম ও হোলোন এলাকায় পার্কিং লটে থাকা তিনটি বাসে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পুলিশের তথ্য অনুযায়ী, আরও দুটি বাসে বিস্ফোরক রাখা হলেও তা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ ধারণা করছে, বিস্ফোরণ ঘটানোর সময় নির্ধারণে ভুল হওয়ার কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। এ ঘটনার পর ইসরায়েলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সব বাস, ট্রেন ও লাইট রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরক খুঁজে বের করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বাস পার্কিং লটে আগুনে পুড়ছে এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের মুখপাত্র আরিয়ে দোরন চ্যানেল ১২-কে জানিয়েছেন, "আমরা তেল আবিবের বিভিন্ন স্থানে আরও বিস্ফোরক আছে কিনা, তা খুঁজে বের করার চেষ্টা করছি। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে কোনো সন্দেহজনক ব্যাগ বা বস্তু দেখলেই আমাদের জানান।’"

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অবিস্ফোরিত ডিভাইসের সঙ্গে সংযুক্ত একটি বার্তায় লেখা ছিল, ‘তুলকারেম থেকে প্রতিশোধ’। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহর থেকে এই হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে।

বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরের শরণার্থী শিবিরে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী
পবিপ্রবিতে আবাসিক হলগুলোর নাম পরিবর্তন, মুছে ফেলা হলো শেখ পরিবারের নাম
ইসরায়েলের তেল আবিবে তিনটি বাসে বিস্ফোরণ
বিয়ের ছবি ভাইরাল, বললেন শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ
বাংলা ভাষায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত
বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
স্বামীর বন্ধু পরিচয়ে পদ্মার চরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
১ মার্চ রোজা শুরু হলে ৩৩ বছর পর ঘটতে পারে এক বিরল ঘটনা
ফ্যাসিবাদ যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না: জামায়াত আমির
এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল
ভেঙে গেল চাহাল-ধনশ্রীর সংসার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না: রিজভী
তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প
ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস আলম
শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা
গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, মৃতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়াল
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা