হেঁটে আসুন সরিষা ক্ষেতের আইল ধরে
পিবিএ
শীত এসে গেছে। শীতকাল মানেই ধূসর কুয়াশা প্রান্তর। মাঠের পাশে দাঁড়িয়ে দিগন্তে চোখ রাখলেই কুয়াশার চাদরে ঢাকা আবছা আভাস। সেই ধূসরকে ভেদ করে সকালের সূর্য উঠলেই প্রান্তরে ফুটে উঠে হলুদ আভা। সবুজ আর হলুদে একাকার হয়ে উঠে বাংলার মাঠ, প্রান্তর। চলনবিলের মাঠ জুড়ে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ।
সেই আভা উপভোগ করতে হলে একদিন সময় করে বেড়িয়ে আসুন ঢাকার কাছের কোন গ্রামে। হেঁটে আসুন সরিষা ক্ষেতের আইল ধরে।
সরিষা ফুল দুলছে হালকা বাতাসে। ছবিগুলি পাবনার চাটমোহর উপজেলার দরাপপুর থেকে তোলা। রোববার, ৫ ডিসেম্বর। ছবি : পিবিএ
প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের চোখ ধাঁধানো রং আর মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের মনোমুগ্ধকর দৃশ্য। রোববার, ৫ ডিসেম্বর। ছবি : পিবিএ
শুধু মৌমাছি কেন আরো অনেক নাম না জানা পোকার বসত সরিষা ক্ষেতজুড়ে। আশ্চর্য সব পোকামাকড়ের দেখা মিলবে ক্ষেতগুলোতে। রোববার, ৫ ডিসেম্বর। ছবি : পিবিএ