রমজানে পর্যটকশূন্য রাঙামাটি
রমজানে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকশূন্য। দেখা মিলছে না কোনো পর্যটকের। এতে অলস সময় পার করছেন পর্যটন শিল্পে জড়িতরা। অন্যদিকে রমজান শেষে আবারও পর্যটকের প্রত্যাশা ব্যবসায়ীদের।
সিম্বল অব রাঙামাটির ঝুলন্ত সেতুতে নেই কোনো পর্যটকের পদচারণা। সেতুর পাশেই ঘাটে বাঁধা বোট, যে বোট হ্রদের নীল জলে ঘুরে বেড়ানোর কথা, পর্যটকের অভাবে সেই বোটও অলস পড়ে আছে।
মেঘ-পাহাড়-লেক-ঝর্ণার মিতালির জেলা রাঙামাটি। যেখানে সারা বছরই কমবেশি পর্যটকের আগমনে মুখরিত থাকে পুরো জেলা। এই রমজানে ঝুলন্ত সেতু, পলওয়েল, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সবখানেই পর্যটকশূন্য। এতে লোকসানে আছেন পর্যটন খাতে জড়িতরা। শহরের প্রায় সব হোটেলের কক্ষগুলোই খালি পড়ে আছে পর্যটকের অভাবে।
শুধু বোট বা হোটেল নয়, পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠা পাহাড়ি কাপড়ের দোকান টেক্সটাইল মার্কেটের বিক্রয়কর্মীরাও গ্রাহক না থাকায় অলস সময় পার করছেন।
বোটচালক আব্দুর রহিম বলেন, রমজানে পর্যটক না আসায় কোনো আয় নেই। তাই শুয়ে বসে বেকার সময় পার করছি।
হোটেল ব্যবস্থাপক শফিউল আলম বাবুল বলেন, রমজানের প্রথম থেকে কোনো পর্যটন নেই। তাই প্রায় সব কক্ষ খালি আছে। ঈদে পর্যটক আসার প্রত্যাশায় আছি।
পর্যটন হলিডে কমপ্লেক্সের বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ শোয়েব ঢাকাপ্রকাশ-কে বলেন, রমজানে তেমন কোনো পর্যটক আসছে না। তাই বুকিং নেই বললেই চলে। রুম ভাড়ায় অনেক ছাড় দেওয়ার পরও পর্যটক আসছেন না।
রমজান শেষে আবারও পর্যটকে মুখরিত হবে রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো তেমনটাই প্রত্যাশা করছেন পর্যটন খাতে জড়িতরা।
এসজি