কাল থেকে গ্রন্থাগারের তথ্য নিতে ফুয়াদ ও তাহমিদের অভিযান
বই মানুষের ভেতরে জ্ঞানের আলো এনে অন্ধকার দূর করে, মানবচেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে। দেশ, কালের সীমানা পেরিয়ে মানুষকে ছড়িয়ে দিতে পারে। তাই সর্বশ্রেণীর মানুষের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে কাল ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে টানা ১৫ দিনের সাইক্লিংয়ে নেমেছেন তারা। ১৫ অক্টোবর শেষ হবে দুঃসাহসিক অভিযানটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ‘গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিআইএল)’ এবং ‘ওপেন অ্যাকসেস বাংলাদেশ (ওএবি)’র সহযোগিতা ও তত্ত্বাবধানে তারা অভিযান পরিচালনা করবেন। নলেজ পার্টনার গ্রন্থাগার ও গ্রন্থপেশাজীবীদের মাসিক সাময়িকী ‘লাইব্রেরিয়ান ভয়েজ’।
তারা দুজনে বাংলাদেশের একটি সীমানা টেকনাফ থেকে যাত্রা শুরু করবেন। প্রতিটি জেলা শহরের প্রধান গণগ্রন্থাগারে যাবেন। সুধীজনের শুভেচ্ছা গ্রহণ করবেন। বই নিয়ে তাদের ভাবনা ও বইয়ের প্রতি ভালোবাসা বিলিয়ে চলবেন।
ছাত্ররা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। একজন রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের এম. আমিনুল ইসলাম ফুয়াদ। তিনি ২০১৮-’১৯ সেশনে ভর্তি হয়েছেন। অন্যজন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে তার সহপাঠী আসাদুজ্জামান তাহমিদ।
বলেছেন তরুণ সাইক্লিস্টরা আমাদের কর্মসূচি হলো-“পাঠ্যাভ্যাস গড়ে তোলা। কার্যক্রম হলো-‘নিয়মিত বই পড়ার জন্য অনুপ্রেরণাদায়ী লিফলেট বিলি’, ‘স্কুল-কলেজ-বিশ্বাবদ্যালয়-মাদ্রাসা ছাত্র, ছাত্রী ও শিক্ষকেদের সঙ্গে মত-বিনিময়’, ‘নির্বাচিত স্থানীয় গ্রন্থাগার ভিজিট ও তথ্য সংগ্রহ’, ‘লাইব্রেরিয়ানের সঙ্গে আলাপ ও তার প্রতিষ্ঠানের তথ্য গ্রহণ’।”
সাইকেল নিয়ে আজ ফুয়াদ ও তাহমিদ বাসে নিজ, নিজ ঠিকানা থেকে পঞ্চগড়ে আছেন। আগামীকাল জেলা গণগ্রন্থাগার থেকে তাদের কাজ শুরু হবে। জেলাটি থেকে বগুড়া, টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার সরকারি গণগ্রন্থাগারে তারা বইয়ের কাজ করবেন। কক্সবাজার থেকে টেকনাফে পৌঁছে ফুয়াদ ও তাহমিদের অভিযান শেষ হবে।
লেখা ও ছবি : সাইফুল্লাহ সাদেক, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াডের বোর্ড সদস্য, জিসিআইএলের তরুণ বৈশ্বিক দূত, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংগঠনের (ডিইউআরএস) প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক।
ওএফএস।