বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পিয়াইন নদীর নিলাভ জলের মিতালি

লেখা : মুহাম্মদ জাভেদ হাকিম, প্রতিষ্ঠাতা দে-ছুট ভ্রমণ সংঘ

ভ্রমণ পিয়াসী মন কয়দিন না যেতে যেতেই করে আনচান। রাত দুপুরেই ফেসবুকে ষ্ট্যাটাস। সকালের মধ্যেই তুমুল সাড়া। হঠাৎ পরিকল্পনা তাই। বাস কী রেল টিকেটের স্বল্পতা। ইচ্ছে থাকতেও বাহিনী বড় করা গেল না। অতঃপর ‘দে-ছুট’ ভ্রমণ সংঘের সুপার অ্যাক্টিভদের নিয়ে রাতের বাসে সিলেটের উদ্দেশ্যে যান্ত্রিক শহর রাজধানী ছেড়ে ভেগে যাই। সাংবাদিক কে. এম. মাহ্বুব ভাই সাহায্যের হাত প্রসারিত করেন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নবেল সাহেবকে অনুরোধ করেছেন, আমাদের স্বাচ্ছন্দময় বিছনাকান্দি ভ্রমণের সকল আয়োজন করতে। প্রাণবন্ত নবেল আন্তরিকতার দিক থেকে কম নন। সিলেটের পথে, কখন, কোথায়, কেমন আছি কল দিয়ে কয়েক দফা জেনে নিয়েছেন। ফোনে জানিয়ে দিয়েছেন, যিনি আমাদের রিসিভ করবেন সেই ভদ্র মহাশয়ের নামও।
সকালে গিয়ে পৌঁছাই লন্ডনি শহরের হুমায়ুন চত্বর। কিছুক্ষণের মধ্যে চলে আসেন গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি আবদুল মতিন সাহেব। একগাল হেসে পরিচয় পর্ব শেষে ছুটি তার সঙ্গে। সিএনজি তার ধারণ ক্ষমতার চাইতে একজন বেশি নিয়ে চলছে ভোঁ ভোঁ শব্দে।
সালুটিকর বাজারে এসে নাস্তার জন্য খানিকটা বিরতি। গাড়িতে আমাদের বসার কষ্ট অনুভব করতে পেরে কৌশলে মতিন ভাই সালুটিকর হতে বিদায় নিলেন। তবে দিয়ে গেলেন একজন দক্ষ, ভদ্র সিএনজি চালক।
বিছনাকান্দি যেতে, যেতে সরু রাস্তার দু-পাশের গগনচুম্বী বৃক্ষ, ছায়াঘেরা নিরিবিলি পরিবেশ, বিস্তৃত ফসলের মাঠ পেরিয়ে করে সিএনজি ছুটে চলছে। উচ্ছ্বসিত এক সঙ্গী পথের প্রেমে পড়ে পুরোই ভ্রমণপাগলদের চিত্তবিনোদনে স্পাইডার ম্যান হয়ে গেল।
বিছানাকান্দির পথ যেন কবিগুরু রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’র প্রতিফলন। দামাল ‘দে-ছুট’ ভ্রমণ সংঘের বন্ধুরা যাচ্ছি। থামছি। চলছে ক্যামেরার অসংখ্য ক্লিক। ক্লিক, ক্লিক শব্দকে হারমোনিয়ামের বাজনা মনে করে পঞ্চাশটি বসন্ত পার করে আসা স্বপন ভাই ভরাট কন্ঠে গান ধরলেন, ‘পিচ ঠালা এই পথটারে ভালবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি’। এরপর তিনি পুরোনো দিনের, হারিয়ে যাওয়া অনেক গান গাইতে থাকলেন। আমরা তন্ময় শ্রোতা হয়ে শুনতে, শুনতে হাদারপার বাজার পৌছালাম।
টি ষ্টলে চায়ের দেশের সিলটি চা পান করে দ্রুত খেয়াঘাটে যাই কিন্তু পিয়ান নদীতে পানি কম থাকায়, হাঁটা ছাড়া উপায় নাই। চালক সোহেলের বুদ্ধিমত্তায় আরও একটি সিএনজি ভাড়া নেই।
এবড়ো-থেবড়ো জমিনের উপর দিয়ে গাড়ি চলল। ধীরে, ধীরে মেঘালয় পাহাড়ের পাদদেশে, বিছনাকান্দির জল-পাথরের বিছানার দিকে এগিয়ে যাই। আমরা আফসোসে মরি, ঐ সবুজে মোড়ানো সারিবদ্ধ পাহাড়গুলো কেন এ দেশের হলো না? পাথরের ভাগাড় পিয়াইন নদী। তীরে সিএনজি থামে। অবাক বিস্ময়ে বিছনাকান্দির রূপ দেখি। কখনো হাঁটু, কখনো কোমর পানিতে নদী পাড়ি। এগিয়ে যাই প্রায় নো-ম্যান্সল্যান্ডের দিকে। বিজিপি এসে সতর্ক করলেন। এগিয়ে না গিয়ে থেমে যাই। এবার হিম, হিম ঠান্ডা পানিতে জলকেলিতে মেতে উঠি। বিছনাকান্দির পানিতে পরম আনন্দে অন্য পযটকদের সঙ্গেও ভাব জমিয়ে ফেলি।
স্থানীয়রা আফসোস শুনে সীমান্তের ওপারের বাজারে চা পান করতে নিয়ে যেতে চান। আমরা বারন করি। ভ্রমণের ষোলকলা তো পূর্ণ করি আমাদেরই ভূখন্ডে। কেন যেন সীমান্ত নিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বার, বার মনে পড়ছিল। মওলানা বলেছিলেন, ‘জন্মভূমি আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও।’ তবে কেন আমাদের হলো না? কী কারণে হল না-জানি না! তবে আমাদের বিছনাকান্দি দারুণ। রয়েছে ছোট, বড় অগণিত পাথর, প্রকৃতির দারুণ সমারোহ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে লাখো, কোটি পাথর। মনে হয়, পুরো এলাকাই পাথরের বিছানা। বিছানাকান্দির উত্তর পাশ আরও চমৎকার মায়াবি প্রকৃতিতে ঘেরা। এখানটায় মেঘালয় পাহাড়, ঢলের সাথে নেমে আসা পাথর আর পিয়াইন নদীর নিলাভ জলের মিতালি, বিছনাকান্দির প্রান্তরে আসা ভ্রমণপিপাসুদের মনে বারবার অন্যরকম অনুভূতিগুলোর দোলা দিয়ে যাবে।
স্বচ্ছ শীতল পানির তলদেশে পাথরের টল টলে পানি, অর্ধ ডুবন্ত পাথরে মাথা রেখে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে মন চাইবে। দীর্ঘ সময় জল পাথরের বিছানায় শুয়ে বসে গোসল করার পর আজানের ডাকে চেতনা ফিরে পাই। বিছনাকান্দির নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ। প্রকৃতির আপন লীলা খেলায় মেতেছে অপার সৌন্দর্যের জল পাথরের ভূমি! দৃষ্টির শেষ পর্যন্ত শুধু পাথর-পাহাড়। মন চায় না পানি থেকে উঠি। তবু যেতে হবে আপন নীড়ে। যখন ফিরি, মনে হয় পিছন থেকে ভারত সীমান্তের দিগন্ত ছোঁয়া মেঘালয় পাহাড় ‘দে-ছুট’ বলে ডেকে উঠে। আবেগে গেয়ে উঠি গান, ‘এত কাছে থেকেও তুমি কেন এত দূরে?’ পপ সম্রাট আজম খানের জনপ্রিয় একটি গান গাইতে, গাইতে ঢাকা ফেরার পথ ধরি-‘জমিনের বাসিন্দা আমি, তুমি থাক আসমানে। বিশাল ব্যবধান আছে, তোমার আমার মাঝখানে। চাইলে কি প্রেম করা যায়? যায় রে? কেমনে তোমার নাগাল আমি পাই? পাই রে? চাইলেই কী প্রেম করা যায়? যায় রে।’ যাতায়াত : দিনে-রাতে ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, গাবতলী হতে বিভিন্ন পরিবহনের এসি, নন এসি বাস সিলেটের পথে চলে। ভাড়া এসি ৯৫০-১২০০/=, নন এসি ৪৮০-৫৫০/= টাকা মাত্র। কমলাপুর হতে ট্রেনেও যাওয়া যায়। রাত যাপনে দরগা রোডে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। ভাড়া ৫০০/- টাকা হতে ৫০০০/- টাকা রুম। সিলেটের আম্বরখানা, হুমায়ুন চত্বর হতে সিএনজি, মাইক্রো ভাড়া সাড়া দিনে ২৫০০/- হতে ৪০০০/- টাকা । যাহারা অতি ব্যস্ত তাহারা আগের দিন রাতে সিলেট গিয়ে সারাদিন ঘুরে আবার রাতের বাসে ফিরতে পারেন।

ছবি : দে-ছুট, ফেসবুকে এই ভ্রমণ সংঘকে পাবেন-facebook.com/groups/dechut.

ওএস।

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪