শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রুমায় পর্যটনের উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব সমাপ্তের পথে হওয়াই বান্দরবানের বিভিন্ন উপজেলার স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র রুমা উপজেলার পরিবহন-হোটেল মালিক ও ট্যুরিস্ট গাইডদের সুরক্ষায় কাউন্সেলিং, দিক নির্দেশনামূলক এবং আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রুমা উপজেলা ২নং রুমা ইউনিয়ন সেন্টারে মঙ্গলবার (৫ এপ্রিল) পর্যটন কমিউনিটি কমিটির সাথে ট্যুরিস্ট পুলিশের ২য় বারের মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বিশেষ অতিথি পর্যটন পুলিশিং কমিটির সভাপতি, হোটেল মালিক সভাপতি মো. আব্দুল জলিল। সভায় ট্যুরিস্ট গাইড, ট্যুরিস্ট পরিবহন সমিতি, হোটেল মালিক সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় গাইড, পরিবহন ও হোটেল মালিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। তার মধ্যে বরাবরের মত অন্যতম দাবি ছিল বিভিন্ন ঝর্ণার পর্যটন স্পটগুলো খুলে দেয়া ও গাইডদের প্রশিক্ষণ প্রদান।

মতবিনিময়কালে প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের স্পটগুলোতে যাওয়ার প্রতি অনুরোধ করেন। এ ছাড়া তিনি জনপ্রিয় কিছু ঝর্ণা পর্যটকদের স্বার্থে খুলে দেবার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।

ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টার জাহাঙ্গীর বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের নেতৃত্বে আমরা ইতোমধ্যে স্থানীয়দের নিয়ে পরিবেশবান্ধব কমুউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, অনেক জায়গা নিষিদ্ধ হবার কারনে পর্যটকরা লুকিয়ে যাতায়াত করায় আমরা নিরাপত্তা দিতে তারা অপারগ। তাই জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে ঐ সকল ট্যুরিস্ট স্পটগুলো খুলে দিতে ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডারের সঙ্গে আলোচনা করার জন্য।

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ নানা নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়ায় ধন্যবাদ জানান গাইডদের প্রতিনিধিরা। এর আগে প্রধান অতিথিকে পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিরা পুষ্পস্তবক দিয়ে বরণ করেন।

কেএম/এএস

Header Ad
Header Ad

সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার

ফাইল ছবি

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে শীতকালীন শাক-সবজির দাম দ্রুত কমছে, যা জনমনে স্বস্তি নিয়ে এসেছে। তবে চাল ও মাছের দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শীতকালীন শাক-সবজির দাম বাজারে দ্রুত কমছে, যা সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে, চাল ও মাছের বাজারে দাম অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী থাকায় হতাশ অনেক ভোক্তা। শাক-সবজির দাম কমতে থাকলেও চাল, মাছ এবং অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য নতুন আর্থিক চাপ তৈরি করছে। ফলে, তাদের জীবিকার ভার আরও বাড়ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

পৌষের মাঝপথে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ছে, ফলে দাম কমতে শুরু করেছে। বর্তমানে বাজারে বেগুন ৪০-৫০ টাকা, করলা ৪০ টাকা, মুলা ২০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা টমেটো ৪০-৫০ টাকা, শিম ২৫ টাকা, শসা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ধনেপাতা ৩০ টাকা, নতুন আলু ৪৫ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, ব্রকলি ৩০-৪০ টাকা এবং লাউ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও কমে, খুচরা পর্যায়ে ৫০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম কমে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, মাছের বাজারে দাম এখনও চড়া। ইলিশের দাম এক সপ্তাহে ২০০-৩০০ টাকা বেড়ে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দাম অপরিবর্তিত, যেমন রুই ৩৮০-৪৫০ টাকা, কাতল ৪০০-৪৮০ টাকা, চাষের পাঙাশ ১৮০-২৩০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা।

চালের দামও বেড়েছে, মিনিকেট ৭৬-৮০ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা এবং পোলাও চাল ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম কমে ১০ টাকা, ব্রয়লার ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজার তুলনামূলক স্বাভাবিক, লাল ডিম ১৩৮-১৪০ টাকা এবং সাদা ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ৫০-১ হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

Header Ad
Header Ad

মুন্সীগঞ্জে বিয়েতে উচ্চ শব্দে গান বাজিয়ে সাজা পেলেন যুবক

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সদর উপজেলার পৌরসভার এক বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দিকে শহরের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। সেই সঙ্গে তাদের উচ্চশব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে গান বাজানোর নির্দেশ দেন।

ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন যা অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই দণ্ড আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন বলেন, ‌‌‘‘উচ্চশব্দে গান বাজানোয় পরিবেশের স্পেশাল বিচারক মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।’’

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনায় পতিত হয়।

ফুলারটন পুলিশ জানিয়েছে, নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করা গেছে। আহত ১৮ জনের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকি আটজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি কীভাবে বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হলো এবং নিহতরা বিমানের আরোহী ছিলেন কি না। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ভবনের ছাদে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ জানান, “আমরা একটি বিকট শব্দ শুনি, এরপর সবাই আতঙ্কে দৌড়ে বের হয়ে যাই।”

 

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন’স আরভি-১০, যা ছোট আকৃতির এবং চারজন ধারণক্ষম।

উল্লেখ্য, গত নভেম্বরে একই বিমানবন্দরে অন্য একটি দুর্ঘটনায় দুজন আহত হয়েছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার
মুন্সীগঞ্জে বিয়েতে উচ্চ শব্দে গান বাজিয়ে সাজা পেলেন যুবক
যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
চীনে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী ভাইরাস, নেই কোনো টিকা
খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ, প্রধান অতিথি আল-আকসার ইমাম
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, জেঁকে বসেছে শীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০
মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান
স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী