IC4IR ২০২১ প্রোগ্রামে অংশ নিচ্ছে আইগ্লোবাল ইউনিভার্সিটি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে শুরু হতে যাচ্ছে “4th Industrial Revolution and Beyond (IC4IR 2021)” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। প্রোগ্রামে ৪র্থ শিল্প বিপ্লব ও নতুন প্রজন্মের সাথে গবেষণার গুরুত্বপূর্ণ সব আইডিয়া ও টপিক নিয়ে থাকবে বিস্তর আয়োজন।
১০-১১ই ডিসেম্বরের আয়োজিত এই সম্মেলন অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে।
সম্মেলনে তিনজন নোবেল বিজয়ী অলিভার হার্ট, কন্সটানটিন নভোস্লেভ ও তাকাকি কাজিতা এবং বিশ্বের সাতজন নামকরা খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করবেন। এছাড়াও কনফারেন্সে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদ।
রিসার্চার ও রিসার্চে আগ্রহী শিক্ষার্থীদের একত্র করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই সম্মেলন। ১০-১১ই ডিসেম্বরের IC4IR 2021 এর আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশী প্রবাসী মালিকানাধীন আমেরিকান বিশ্ববিদ্যালয় IGLOBAL UNIVERSITY, সাথে থাকছে প্রচুর স্কলারশিপ অফার।
IGlobal University কারিকুলাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্টলে আপনাদের জানাচ্ছি স্বাদর আমন্ত্রণ।
ভ্যানুঃ বুথ নং: C-32, হল নং: B
সময়ঃ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
বুথ নামঃ IGLOBAL UNIVERSITY
স্থানঃ বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে
এমআর/