সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকড

মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক।

তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেওয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রাখেন হ্যাকাররা।

বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ মাওলানা মিজানুর রহমান আজহারী কিংবা তার টিমের কারও হাতে নাই বলে নিশ্চিত করেছেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান ও আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্ন-উত্তর পর্বও অনুষ্ঠিত হয় সেখানে।

Header Ad
Header Ad

বাংলাদেশিদের বের করে দিন, হাসিনাকে দিয়ে শুরু করুন: শিবসেনা নেতা

শিবসেনা নেতা সঞ্জয় রাউত (ইনসটে শেখ হাসিনা)। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের বিজেপি নেতাদের উদ্দেশ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউত আক্রমণ করে বলেছেন, "মোদী সাহেব ও অমিত শাহের সঙ্গে দেখা করে বলুন, সব বাংলাদেশিদের বের করে দিন এবং শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে, যাকে এই দেশে আশ্রয় দেওয়া হয়েছে।"

এই মন্তব্য তিনি করেছেন, যখন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর প্রকাশ করেছে।

সঞ্জয় রাউত আরও বলেন, "বিজেপি এখন নাটক করছে, কারণ মুম্বাই মহানগর পালিকার নির্বাচন আসছে। তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।" তিনি দাবি করেন, "বাংলাদেশিদের নিয়ে আমাদের আগে কাজ শুরু হয়েছিল, কিন্তু বিজেপি তখন বাধা দিয়েছিল, কারণ আন্তর্জাতিক সম্পর্কের কথা বলেছিল।"

এছাড়া, সঞ্জয় রাউত জানান, "যদি হামলাকারী বাংলাদেশি হয়, তাহলে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদি রোহিঙ্গারা এখানে আসে, তা-ও তাদের দায়িত্ব।"

তিনি বিজেপির দ্বিচারিতা নিয়ে আরও মন্তব্য করেন, "কীভাবে করিনা কাপুর ও সাইফ আলি খানকে নিয়ে লাভ জেহাদ কথা বলা হয়েছিল, কিন্তু এখন হামলার পর তাদের প্রতি ভালোবাসা দেখানো হচ্ছে। তাদের ছোট ছেলে তৈমুরের নাম নিয়েও অনেক কিছু বলেছিল বিজেপি, এখন তা নিয়ে চুপ আছে।"

Header Ad
Header Ad

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি। ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমানসহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ার দাঁড়িয়ে ছিলেন দীপু মনি। তাঁর সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তাঁর বাঁ পাশে দাঁড়িয়ে ছিলেন হাসানুল হক ইনু।

একপর্যায়ে দেখা যায়, দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার। আর ডান হাতে কলম। দীপু মনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন।

প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর ‘চিঠি’ লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির (আইনজীবীর পোশাক পরা) হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তাঁর বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে-ইঙ্গিতে দীপু মনিকে জানান।

আদালতে দেখা যায়, দীপু মনি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনাইদ আহ্‌মদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।

কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী বলেন, এজলাসকক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন, সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তাঁর নজরে আসেনি। যদি নজরে আসত, তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন। কারণ, একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে, হস্তান্তর করতে পারেন না; কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারও সঙ্গে কথা বলা যায় না।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, তাঁর মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কি না, তা তাঁর নজরে আসেনি। কারণ, জনার্কীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন। শুনানিতে ব্যস্ত ছিলেন।

দীপু মনিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

 

Header Ad
Header Ad

সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

টানা ছয় ম্যাচে হারের বৃত্তে আটকে থাকা ঢাকা ক্যাপিটালস অবশেষে নিজেদের নবম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয়ে লিটন দাস-তামিমের নেতৃত্বাধীন দলটি বিপিএলে আরও একবার নিজেদের প্রমাণ করে। আগে ব্যাট করে ১৯৬ রানের বড় পুঁজি গড়ে ঢাকা, যা সিলেটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ ওভার পর্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১৯০ রানে থেমে যায় সিলেটের ইনিংস।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট শুরুতেই ব্যাকফুটে চলে যায়। ওপেনার জর্জি মানজি মাত্র ৫ বলে ৩ রান করে আউট হন। অপর ওপেনার রনি তালুকদার এবং অ্যারন জোন্স মিলে ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন। জোন্স ৩২ বলে ৩৬ রান করে আউট হলেও রনি ৩৩ বলে ফিফটি তুলে নিয়ে আক্রমণ চালিয়ে যান। ৪৪ বলে ৬৮ রানের ইনিংসে রনি আশা জাগালেও থিসারার বলে বোল্ড হয়ে বিদায় নেন। শেষ দিকে জাকের আলী (১৩ বলে ২৮) ও আরিফুল হকের (১৩ বলে ২৯) ঝড়ো ইনিংস সিলেটকে জয় কাছাকাছি নিয়ে এলেও তা যথেষ্ট হয়নি।

ঢাকা ক্যাপিটালসের হয়ে বল হাতে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

ঢাকার ইনিংসে লিটন দাসের ৪৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস এবং থিসারা পেরেরার ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ব্যাটিং দলকে বড় পুঁজি এনে দেয়। তানজিদ তামিমের ১৬ বলে ২২ রান এবং সাব্বির রহমানের ২১ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ১৯৬ রানে পৌঁছায় দলটি। শেষ দিকে মুকিদুল ও ফরমানুল্লাহর অবদান নিশ্চিত করে ঢাকার লড়াকু সংগ্রহ।

এই জয়ের ফলে ঢাকা ক্যাপিটালস ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে ছয়ে উঠে এসেছে। অন্যদিকে, সিলেট জয়ের কাছে গিয়েও হতাশায় ডুবেছে। ঢাকার এই জয় তাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের বের করে দিন, হাসিনাকে দিয়ে শুরু করুন: শিবসেনা নেতা
কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি
সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের রোমাঞ্চকর জয়
সমস্যা পোশাকে নয়, সিস্টেমে: সারজিস আলম
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে পারে রাষ্ট্র, মন্ত্রণালয় নয়’
মেজর ডালিমের পর এবার সাংবাদিক ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ চৌধুরী
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধ ঘোষণা
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
মুক্ত তিন ইসরায়েলি নারীকে ‘উপহারের ব্যাগ’ দিয়েছে হামাস
বনানীতে সড়কে শুয়ে পড়েছেন সিএনজি চালকরা, রাস্তা বন্ধ
এবার ক্লিনিকের বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’
দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মহানবীকে নিয়ে কটূক্তি, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত
বিয়ের আগেই বাধ্যতামূলক হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, বছরব্যাপী প্রচারণা
মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ
মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল শহীদ মিনার
ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড