বিশ্বের দ্রুততম ইন্টারনেট এখন চীনে, সেকেন্ডে ১৫০ টি মুভি ডাউনলোড হবে
ছবি সংগৃহিত
ইন্টারনেটের এই যুগে দ্রুতগতির নেট পরিষেবা সকলেই চান। সারা বিশ্বেই এই নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চলছে। এতদিন পর্যন্ত সবথেকে দ্রুত ইন্টারনেট পরিষেবা দিতে পেরেছিল আমেরিকা। যুগান্তকারী উন্নয়নের পথে চীনা কোম্পানিগুলো। তাদের দাবি ‘বিশ্বের দ্রুততম ইন্টারনেট’ নেটওয়ার্ক উন্মোচন করেছে চীন, যা মাত্র এক সেকেন্ডে ১৫০টি হাই-ডেফিনিশন ফিল্মের সমতুল্য ডেটা স্থানান্তর করতে সক্ষম।
বুধবার ১৫ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট ডেটা স্থানান্তরিত করতে সক্ষম হয়েছে। তবে চীনের সংবাদ মাধ্যমের দাবি, তাদের তৈরি ইন্টারনেট নেটওয়ার্ক বিশ্বের দ্রুততম। যা প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইটস বা ১,২০০ গিগাবাইট ডেটা স্থানান্তর করে।
এক নিমেষে ১০০০ জিবি ডেটা এদিক থেকে ওদিক। অথচ তার মধ্যে এক চুল হোঁচট খাবে না ইন্টারনেট। এমনই এক দ্রুততম গতির ইন্টারনেট নেটওয়ার্ক চালু করল চিন। তাদের দাবি, এই নেটওয়ার্কই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ইন্টারনেট নেটওয়ার্ক ।
বিভিন্ন দেশে চলু ইন্টারনেট পরিষেবা এখন সেকেন্ডে বড়জোর ১০০ জিবি তথ্য দেওয়া নেওয়া করতে পারে। কিন্তু চিনের এই নতুন ইন্টারনেট পরিষেবা এক সেকেন্ডে দেওয়া নেওয়া করবে অন্তত ১ টেরাবাইট বা এক টিবি তথ্য যা আসলে ১০০০ জিবি বা গিগাবাইটের সমান।
চীনের সিংহুয়া ইউনিভার্সিটি, হুয়াওয়ে টেকনোলোজি এবং সারনেট কর্পোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। সোমবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই ইন্টারেনেট সফলভাবে কার্যকর হবার ঘোষণা দেওয়া হয়
বর্তমানে চীনের বেইজিং, উহান, গুয়াংজুর ৩ হাজার কিলোমিটার জায়গা জুড়ে ইন্টারনেটটি সেকেন্ডে ১ হাজার ২০০ (১ দশমিক ২ টেরাবাইট) ডাটা প্রেরণ করে যাচ্ছে। নতুন মাত্রার এই ইন্টারনেটটি সারা দেশে ছড়িয়ে দিতে দশ বছর মেয়াদে কাজ করে যাচ্ছে প্রকল্পে জড়িত প্রতিষ্ঠানগুলো।
হুয়েইয়ের কর্তা জানিয়েছেন, এই পরিষেবায় অন্তত ১.২ টিবি তথ্য দেওয়া নেওয়া করা যাবে এক সেকেন্ডে। গতির যুগে এমন ইন্টারনেট যোগাযোগ হাতে থাকলে অনেক বাধাই অতিক্রম করা সম্ভব। এর ফলে খুলে যেতে পারে নতুন দরজা। কতটা শক্তিশালী এই ইন্টারনেট তার ব্যাখ্যা দিতে গিয়ে হুয়েই কর্তা জানিয়েছে, এই ধরনের ইন্টারনেটের সাহায্যে অন্তত ১৫০টি এইচডি বা হাই ডেফিনেশন ছবির মানের সিনেমা এক সেকেন্ডে পাঠিয়ে দেওয়া যাবে যে কোনও জায়গায়।
আমেরিকা সদ্য সেকেন্ডে ৪০০ জিবি তথ্য প্রেরণ করতে পারে এমন শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে। কিন্তু চিনের কথা জানার পর অনেকেই বলছেন, চিন আমেরিকাকেও দশ গোল দিল। ইতিমধ্যেই দ্রুত গতি ইন্টারনেট পরিষেবা হওয়ার সমস্ত পরীক্ষায় পাশ করেছে এই নেটওয়ার্ক।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জু মিংওয়েই বলেন, এটা যে পরিমাণ ডেটা ট্রান্সফার করতে পারে, সে পরিমাণ ডেটা বহন করার জন্য ১০টি প্রমাণ সাইজের ট্রাক দরকার হবে।