বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ডিএসএলআরের চেয়েও ভালো ছবি হবে যে ৫ স্মার্টফোনে

ছবি সংগৃহিত

বর্তমানে ফটোগ্রাফি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফটোগ্রাফির চাহিদাও বেড়েই চলেছে। এর জন্য অনেকের প্রথম পছন্দ DSLR ক্যামেরা হলেও এর দাম অনেকটাই বেশি হয়। আর তা সব জায়গায় নিয়ে যাওয়াও সম্ভব হয় না। তাই এক্ষেত্রে মুশকিল আসান হয়ে ওঠে স্মার্টফোনই। আসলে আজকাল বিভিন্ন সংস্থা নিজেদের স্মার্টফোনে আধুনিক প্রযুক্তিবিশিষ্ট ক্যামেরা ব্যবহার করছে। যাঁরা ছবি তুলতে পছন্দ করেন, তাঁরা এমন একটি স্মার্টফোন খোঁজেন, যার মাধ্যমে পেশাদার ছবি তোলা সম্ভব।

আমাদের দেশে বর্তমানে এমন বেশ কিছু স্মার্টফোন রয়েছে, যার মাধ্যমে উন্নত মানের ছবি তোলা যাবে। এর মধ্যে সবথেকে ভাল ৫টি স্মার্টফোন সম্পর্কে কথা বলা যাক। আসলে এই ৫টি স্মার্টফোনের ক্যামেরা এতটাই শক্তিশালী যে, তা সঙ্গে রাখলে আর DSLR ক্যামেরা রাখার কোনও প্রয়োজন হবে না। এই ফোনের মাধ্যমেই উন্নত মানের ও পেশাদার ফটোগ্রাফি করা সম্ভব হবে। এক নজরে দেখে নেওয়া যাক এই ৫টি ফোনের খুঁটিনাটি।

আইফোন ১৫ প্রো

আইফোন ১৫ প্রো মডেলটি ক্যামেরা ফিচারের দিক থেকে খুবই ভালো। এই ফোনে টাইটানিয়াম ফিনিশ, এ১৭ বায়োনিক চিপ এবং একটি বড় ব্যাটারি রয়েছে। এই ফোনে রয়েছে ৪৮মেগাপিক্সেল, ১২মেগাপিক্সেল এবং ১২মেগাপিক্সেল সেন্সরের ট্রিপল ক্যামেরা সেটআপ, যা বেশিরভাগ রাত হোক কিংবা দিন ছবি গুণমান হবে শতভাগ ভালো।

গুগল পিক্সেল ৮ প্রো

গুগল পিক্সেল ৮ প্রো

গুগল পিক্সেলের সর্বশেষ ফোন হলো পিক্সেল ৮ প্রো, যার ক্যামেরা খুবই আপগ্রেড। এই ফোনে পিক্সেল ক্যামেরা সহ গুগল দ্বারা সরবরাহ করা এআই চিপস রয়েছে। এর ফলে গ্রাহকরা আধুনিক এবং উন্নতমানের ফটো ও ভিডিও তুলতে সক্ষম হবে। আর ফটোগ্রাফির জন্য গুগলের ফোন বেশ জনপ্রিয়, এ কথা তো সকলেরই জানা।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা

স্যামসাংয়ের ২০২৩ আল্ট্রা মডেলটি এখনও ফ্ল্যাগশিপ-গ্রেড ক্যামেরা সহ একটি সক্ষম ডিভাইস। এই ফোনে একটি শক্তিশালী ২০০মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে যা একটি ১০মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্সের সঙ্গে একটি ১০মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং একটি ১২মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর যুক্তও। যা নিঃসন্দেহে আধুনিক মানের ছবি তুলতে প্রস্তুত। এটি উন্নত মানের ফটোগ্রাফি করতে সাহায্য করে।

ভিভো এক্স৯০ প্রো

ফোনটিতে রয়েছে জেস অপটিক্স লেন্স, যাতে কম-আলোতে উচ্চ-মানের ফটোগুলোর জন্য ১-ইঞ্চির সেন্সর রয়েছে। এর রিয়ার ক্যামেরার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাথমিক সেন্সর, ৫০ মেগাপিক্সেল IMX758 পোর্ট্রেট লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সঙ্গে একটি চামড়ার ফিনিশ, পেছনে একটি বিশাল ক্যামেরা মডিউল এবং একটি দ্রুত-চার্জিং ব্যাটারি রয়েছে। ছবি তুলতে তুলতে চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।

শাওমি ১৩ প্রো

শাওমির এই ফোনটিতে লাইকা টিউন করা সেন্সরগুলোর ক্ষমতা রয়েছে। লাইকা স্ট্যাম্প ছাড়াও, ১৩ প্রো গ্রাহকদের মনোক্রোম মোডে সেরা কিছু ফটো তুলতে পারবেন। দামেও বেশ সস্তা ফোনটি। রাতেও ঝকঝকে ছবি তোলা যাবে ফোনটি দিয়ে। এই ফোনটি Leica Professional ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ-সহ পাওয়া যায়। এর সঙ্গে এটিতে ১-ইঞ্চির IMX989 সেন্সরও রয়েছে।

Header Ad
Header Ad

চিটাগংকে উড়িয়ে তৃতীয় জয় তুলে নিলো ঢাকা ক্যাপিটালস

চিটাগং কিংসকে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের তৃতীয় জয় । ছবি: সংগৃহীত

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটালস। সবশেষ বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং কিংসে হারিয়ে তৃতীয় জয়ের দেখা পেলো শাকিব খানের দলটি।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বন্দর নগরীর দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে। ওপেনার তানজিদ হাসান তামিমের হাফ-সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। তানজিদ অপরাজিত থাকেন ৫৪ বলে ৯০ রানে।

আরেক ওপেনার লিটন দাস অবশ্য শুরুটা একটু ধীর গতিতেই করেছিলেন। তবে উইকেটে থিতু হয়েও শেষ পর্যন্ত নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৮ বলে ২৫ রান।

মুনিম শাহরিয়ারও উইকেটে থিতু হয়েছিলেন। তবে তাতেও কোনও লাভ হয়নি, ১৮ বল খেলেও নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। মাত্র ১২ রান করেই আলিসের বলে সরাসরি বোল্ড আউট হয়ে ফেরেন এই ব্যাটার।

এরপর সাব্বির রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন তানজিদ তামিম। ১১ বল বাকি হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস। সাব্বির রহমান অপরাজিত থাকেন ৯ বলে ১৪ রানে।

তানজিদ অপরাজিত থাকেন ৫৪ বলে ৯০ রানে।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি চিটাগং কিংস। নাইম ইসলাম এবং জুবাইদ আকবরির উদ্বোধনী জুটি এদিন হাত খুলে খেলতে ব্যর্থ হয়েছে। ৪৪ বল স্থায়ী জুটিতে মাত্র ৪০ রান তুলেছে চিটাগং। জুবাইদকে আউট করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক। ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রান করেন এই আফগান।

গ্রাহাম ক্লার্কও হাত খুলতে পারেননি। দলীয় ৮৯ রানের মাথায় তিনি বিদায় নেন। নাজমুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৯ রান করেন ক্লার্ক। দুই বল পর তালাত হুসাইনকেও (২) আউট করেন নাজমুল।

পরের ওভারে বিদায় নেন আগের ম্যাচের ম্যাচসেরা নাইম ইসলাম। ওপেনিং করতে নেমে এদিন হাত খুলে খেলতে পারেননি জাতীয় দলের সাবেক এই তারকা। ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে মোসাদ্দেকের দ্বিতীয় শিকারে পরিণত হন।

এদিন মারকুটে ব্যাটিং করতে পারেননি শামিম হোসেনও। ১৬ বলে ১৫ রান করে বেটনের শিকারে পরিণত হন তিনি। পাকিস্তানি রিক্রুট হায়দার আলিও ১১ বলে ১৬ রান করে মেহেদী রানার শিকারে পরিণত হন। শেষদিকে অধিনায়ক মিঠুন ৮ বলে ১২ এবং খালেদ ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাজমুলও। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন বেটন এবং মেহেদী রানাও।

Header Ad
Header Ad

এক বছর ধরে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা, অতঃপর আটক

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছিতে নিজ বাড়ির উঠানে গাঁজার গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল হক (৪০) ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক তার বাড়ির উঠানে আম গাছের আড়ালে দীর্ঘ এক বছর ধরে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে যাতায়াত করলেও গাছটি গাঁজার গাছ তা তারা জানতেন না।

বদলগাছি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এনামুল হককে আটক করেছি। তার বাড়ির উঠান থেকে একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

Header Ad
Header Ad

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২

ডেঙ্গুতে একজনের মৃত্যু। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে বিভিন্ন হাসপাতালে আরও ৩২ জন ভর্তি হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নয় জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, ময়মনসিঙ্গহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৫২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭৬৭ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৭২ জন। এর মধ্যে ৬০ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে নয় জন মারা গিয়েছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিটাগংকে উড়িয়ে তৃতীয় জয় তুলে নিলো ঢাকা ক্যাপিটালস
এক বছর ধরে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা, অতঃপর আটক
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২
টাঙ্গাইলে স্বামী-স্ত্রীর মাদকের ব্যবসা, জনতার হাতে উদ্ধার ২০ লিটার মদ
নিষেধাজ্ঞা সত্ত্বেও হাসিনার বিদ্বেষমূলক খবর প্রচার করলে আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর  
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী সমন্বয়কের ওপর হামলা!
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ
আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ
চলতি বছরই নির্বাচন চায় বিএনপি ও খেলাফত মজলিস
৮টি খাতে ভ্যাট হ্রাস, ৪টি খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক
২৮ জানুয়ারি থেকে সারাদেশে চলবে না ট্রেন!
বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত কর প্রত্যাহার
বিএনপি ৩১ দফা বাস্তবায়নে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ: আমীর খসরু
বাবা-মা চাচ্ছিলেন না আমি পৃথিবীতে আসি : অপু বিশ্বাস
৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ
নিজের সিনেমায় নিজের লেখা গান গাইলেন মোশাররফ করিম
আদালতে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী
আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যা জানা গেল