গুগলের ২৫তম জন্মদিন আজ
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৫তম জন্মদিন আজ। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্রের হাত ধরে যাত্রা শুরু। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সঠিক তথ্য দিতে কয়েক বছর আগে থেকেই এআইভিত্তিক অ্যালগরিদমের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা। জন্মদিন উপলক্ষ্যে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে। তাতে ক্লিক করলে এই ডুডল সম্পর্কে বলা হচ্ছে; তাতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে— এসব তথ্য।
ভাড়া করা গ্যারেজে জন্ম নেওয়া সেই গুগল আজ বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন; পরিণত হয়েছে ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে। সার্চ জায়ান্ট গুগলের ২৫তম জন্মদিন আজ বুধবার (২৭ সেপ্টেম্বর)। বিশেষ ডুডলে দিনটি উদযাপন করছে প্রতিষ্ঠানটি ৷ গুগল প্রতিষ্ঠিত হয়েছিল ৪ সেপ্টেম্বর, কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে কোম্পানিটি ২৭ সেপ্টেম্বর তার জন্মদিন উদযাপন করে আসছে। ১০০টিরও বেশি ভাষা এবং প্রতিবছর কয়েক ট্রিলিয়ন সার্চের উত্তর দেয় গুগল।
ব্যবহারকারীদের এই সার্চ ইঞ্জিন বিশ্বকে হাতের মুঠোয় তথ্যের ভাণ্ডার এনে দিয়েছে গুগল। কম্পিউটার বিজ্ঞানের দুই শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের প্রকল্প হিসেবে শুরু করেছিল এ সার্চ ইঞ্জিন। নিজেরদের ছাত্রাবাসে বসেই কাজ শুরু করেন দুজন।
গুগল এখন শুধু একটি সার্চইঞ্জিন নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্রিমিংভিত্তিক গেম খেলার ব্যবস্থা, এমনকি চালকবিহীন গাড়ি নিয়েও কাজ করছে বিশ্বব্যাপী ইন্টারনেট প্রতিষ্ঠানটি।
তাই এ বিশেষ উপলক্ষ উদযাপনে দেওয়া ডুডলে একটি জিআইএফ আসে, যাতে ‘Google’ লেখাটি পরিবর্তিত হয়ে আসে ‘G25gle’এ। প্রযুক্তি সংস্থাটি বলেছে, তারা এই দিনটিকে নিজেদের ‘প্রতিফলিত করার সময়’ হিসেবে নিয়েছে এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে।
শুরুতে এর উদ্যোক্তারা চেয়েছিলেন এমন একটা ওয়েবসাইট তৈরি করতে, যার মাধ্যমে অন্য ওয়েবপেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে।
মজার ব্যাপার হলো- শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। গুগল নামটি এসেছে গাণিতিক হিসাবের গোগল (googol) ভুল করে লেখার মাধ্যমে, যার মানে হলো ১ এর পর ১০০টি শূন্য। ১৯৯৮ সালে গুগল এক লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম।
এ নিয়ে একটি গল্প প্রচলিত আছে যে, একজন প্রকৌশলী বা ছাত্র আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই বেছে নিয়েছিলেন ল্যারি ও সের্গেই।
যখন গুগল প্রতিষ্ঠা করা হয় তখন পেজ ও ব্রিন দুজনই ছিলেন তরুণ। পেজের বয়স ছিল ২২ বছর, ব্রিনের ২১।
গুগলের হেডকোয়ার্টার পরিচিত গুগলপ্লেক্স নামে। এটি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত। ২০০১ সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ। গুগলের নিজস্ব ই–মেইল সেবা জি–মেইলের কথা ঘোষণা করা হয় ২০০৪ সালের ১ এপ্রিল। আর ইউটিউব গুগল পরিবারের সদস্য হয় ২০০৬ সালে।
গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিওকল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পরিধেয় প্রযুক্তি পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ। এ ছাড়া প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে গুগল।
গুগলের ২৫তম জন্মদিন উপলক্ষে গত মাসে একটি নোট লিখেছিলেন সিইও সুন্দর পিচাই। তিনি কোম্পানির যাত্রা, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমিকা এবং এর ভবিষ্যৎ নিয়ে তুলে ধরেন। গুগলের সাফল্যে অংশ নেওয়ার জন্য তিনি ব্যবহারকারী, কর্মকর্তা-কর্মচারী এবং অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উদ্ভাবনের ক্রমাগত চ্যালেঞ্জ এবং সাবেক ও বর্তমান গুগলারদের অবদানের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।