হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করা যাবে
হোয়াটসঅ্যাপে এমন অনেক ফিচার্সই রয়েছে, যেগুলোর মাধ্যমে মনের গহীন কোণে জমে থাকা রাগ, খুশি, দুঃখ আরও কত কী প্রকাশ করা যায়! তার সঙ্গেই আবার পাল্লা দিয়ে ভিডিও এবং ছবিও শেয়ার করা যায়। শুধু তাই নয়, স্টিকার্স থেকে শুরু করে জিফ, ডুডল ইত্যাদিও শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এছাড়াও, শর্ট ভিডিওকে জিফে কনভার্ট করার ফিচার্স, থার্ড পার্টি স্টিকার্স অ্যাপের সংযোজন রয়েছে হোয়াটসঅ্যাপে।
যেভাবে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করা যায়:
ধাপ ১: প্রথমত, আপনি Google Play Store থেকে Sticker.ly এই WhatsApp sticker maker অ্যাপটি ডাউনলোড করে নিন।
ধাপ ২: অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল হয়ে যাওয়ার পর, ওপেন করুন এবং Google অথবা Facebook দ্বারা লগ ইন করেনিন।
ধাপ ৩: এখন আপনি নিচে একটি প্লাস(+) আইকন দেখতে পাবেন, তার মধ্যে ক্লিক করুন। দেখবেন দুটি অপসন পাবেন, আপনি যদি স্টিল ফটো থেকে স্টিকার বানাতে চান সেই ক্ষেত্রে Regular এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ৪: Regular অপশনটি ক্লিক করার পর এখন আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে, তো আপনি যেই ফটোটিকে হোয়াটসঅ্যাপ স্টিকার হিসাবে তৈরি করতে চান তা সিলেক্ট করুন।
ধাপ ৫: ফটো সিলেক্ট করার পর আপনি ৩টি টুল বা অপশন পাবেন স্টিকার তৈরি করার ক্ষেত্রে, যেরকম
Auto: এই ক্ষেত্রে অটোমেটিক অ্যাপটি আপনার নির্বাচন করা ফটো থেকে স্টিকার তৈরি করে দেবে।
Manual: এই অপশনটি বাই ডিফল্ট থাকবে অর্থাৎ ম্যানুয়ালি আপনাকে নিজে ফটোটি থেকে স্টিকার কাট করতে হবে।
Crop: আপনি যদি ফটোটি কিছুটা ক্রপ করেই তার স্টিকার তৈরি করতে চান, তাহলে এই অপসনটি নিন।
Auto: এই ক্ষেত্রে অটোমেটিক অ্যাপটি আপনার নির্বাচন করা ফটো থেকে স্টিকার তৈরি করে দেবে।
Manual: এই অপশনটি বাই ডিফল্ট থাকবে অর্থাৎ ম্যানুয়ালি আপনাকে নিজে ফটোটি থেকে স্টিকার কাট করতে হবে।
Crop: আপনি যদি ফটোটি কিছুটা ক্রপ করেই তার স্টিকার তৈরি করতে চান, তাহলে এই অপসনটি নিন।
ধাপ ৬: Next -এ ক্লিক করার পর আপনি আরো বেশ কিছু কাস্টোমাইজেশন টুল পাবেন যা আপনি চাইলে ব্যবহার করতে পারেন।এবং তারপরও আবার ওপরে > Next আইকনে ক্লিক করে আপনার স্টিকার এর নাম দিয়ে > Save বাটানে ক্লিক করে স্টিকারটি সেভ করেনিন।
ধাপ ৭: স্টিকারটি সেভ হয়ে গেলে আপনি ওখানেই > Add to WhatsApp অপশন পেয়ে যাবেন, যেখানে ক্লিক করে আপনি নিজের তৈরি স্টিকারগুলি হোয়াটসঅ্যাপে যুক্ত করে সেই স্টিকার বন্ধু অথবা পরিবারের সদস্যদের পাঠাতে পারবেন।