সেই ডায়নামিক আইল্যান্ড রিয়েলমি সি ফিফটি ফাইভে
গেল ২৩ ফেব্রুয়ারি নেট দুনিয়ায় রিয়েলমির ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার ব্যবহারের তথ্যটি ভাইরাল হয়। রিয়েলমির প্রধান নির্বাহী কর্মকর্তা মাধব শেঠ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন যে কোনো একটি স্মার্টফোনে পিল আকৃতির সেলফি ক্যামেরা কাটআউট ব্যবহার করা হবে। সে ইঙ্গিতের বরাত দিয়ে প্রযুক্তি পর্যালোচকরা বলেছিলেন, ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করা নতুন এই স্মার্টফোনটি সি সিরিজের হওয়ার সম্ভাবনা বেশি।
অবশেষে সে কথাই সত্য হল। বৃহস্পতিবার (২ মার্চ) বিশ্ব মোবাইল কংগ্রেসে ডায়নামিক আইল্যান্ড ফিচারসহ সেই ফোনটির ঘোষণা দিয়েছে রিয়েলমি। স্মার্টফোনটির মডেল সিফিফটি ফাইভ। আগামী ৭ মার্চ স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে রিয়েলমি। ইন্দোনেশিয়ার বাজার দিয়ে এর যাত্রা শুরু হবে।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্ল্যাটফরমের 'হেলিও জি ৮৮' চিপসেট। আট কোরের এই প্রসেসরটির কার্যক্ষমতা ২ গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হবে মালি জি ৫২ এমসি টু (G52 MC2)। সহায়ক হিসাবে থাকবে ৬ ও ৮ গিগাবাইট র্যাম আর স্টোরেজ সুবিধা থাকবে ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট। স্মার্টফোনটি পাওয়া যাবে ৬/১২৮ ও ৮/২৫৬ দুটি ভ্যারিয়েন্টে। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড থারটিন অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই থাকবে রিয়েলমি ইউআই ফোর।
ডিসপ্লে হিসাবে দেওয়া হবে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৬.৭২ ইঞ্চির মনিটর। ডিসপ্লের রেজুলেশন ফুল এইচডি। ডিসপ্লে অপারেট করা যাবে ৯০ হার্জ রিফ্রেশ রেটে। তবে ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে কি গ্লাস ব্যবহার করা হবে তা জানা যায়নি।
ফোনটির পিছনের ক্যামেরা প্যানেলে থাকবে ২টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ৬৪ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ওয়াইড। সেলফি ক্যামেরা হিসাবে থাকবে ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর।
রিয়েলমির ডায়নামিক আইল্যান্ডটি অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড থেকে চওড়া। তবে এতে কেবল সিস্টেম সম্পর্কিত যেমন চার্জ, ব্যাটারির পরিমাণ ও মিডিয়া প্লে এর তথ্য সমূহই দেখা যাবে।
সাউন্ড সিস্টেম হিসাবে থাকবে স্টেরিও স্পিকার ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আলাদা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ১ টেরাবাইট পর্যন্ত। ফোনের নিরাপত্তায় ব্যবহার করা হবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইনভার্টেড অন পাওয়ার বাটন টেকনলজি। ফোনটি পাওয়া যাবে রিফ্লেক্টিভ ও কালো দুটো রঙে। ফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ক্যাবল-টাইপ সি।
তবে দামের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি রিয়েলমি। বাংলাদেশে রিয়েলমির অফিসিয়াল পরিবেশক থাকায় এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। তবে দাম জানতে হলে আনুষ্ঠানিক ঘোষোনার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
গেল বছরের সেপ্টেম্বরে ডায়নামিক আইল্যান্ড নামে নতুন ফিচার দিয়ে আইফোন ফোরটিন বাজারে ছাড়ে অ্যাপল। মুহুর্তেই তা বিশ্ব বাজারে বেশ হইচই ফেলে দেয়। ফিচারটি বেশ নজর কাড়ে গেজেট প্রেমিদের। তারপরই আলোচনা শুরু হয় অ্যান্ড্রোয়েড ভিত্তিক স্মার্টফোন কোম্পানিগুলো কবে তাদের স্মার্টফোনগুলোতে এ ফিচার আনবে। বাজারে এমনিতেই বদনাম আছে যে অ্যাপল নতুন যে ফিচারই আইফোনে দেয় তাই অ্যান্ড্রোয়েড ভিত্তিক স্মার্টফোন কোম্পানিগুলো নকল করে। কথাটি সত্য বা মিথ্যার চেয়ে বড় কথা হলো প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সবাই একে অন্যের উপর নির্ভরশীল। এবং এই নির্ভরশীলতাকে কেন্দ্র করেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে। সেই নকলের বদনাম বিতর্কের দৌড়ে এগিয়ে গেল রিয়েলমি।
অবশ্য রিয়েলমিকে এক হাত নিয়েছেন সমালোচকরা। তারা মন্তব্য করেছেন, 'রিয়েলমি হয়তো বলতে চাচ্ছে নতুন ফিচারটি ক্লোন করতে এই সপ্তাহটি বেশ পরিশ্রমের মধ্য দিয়ে গেছে। দুঃখিত, আসলে আমরা বলতে চাচ্ছি, অ্যাপলের কাজ থেকে রিয়েলমি অনুপ্রানিত হয়েছে।
/এএস