ব্যবহৃত স্মার্টফোন কিনতে হতে হবে সচেতন
দেশের বাজারে গড়ে উঠেছে ব্যবহৃত স্মার্টফোনের বাজার।
দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন বলা যায় মৌলিক চাহিদা। প্রতিদিনের যোগাযোগ থেকে শুরু করে ছবি তোলা বা প্রয়োজনীয় হিসাব রাখা সব কাজই এখন স্মার্টফোনের উপর নির্ভরশীল। সহজে যোগাযোগ করতে স্মার্টফোন এখন সব শ্রেণির মানুষের বিশেষ চাহিদা।
চাহিদা থাকলেও অনেক সময় সামর্থ্য থাকে না, কিংবা সামর্থ্য অনুযায়ী পছন্দ অনুসারে স্মার্টফোন বাজারে পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেকে ব্যবহৃত স্মার্টফোন কিনে থাকেন। বিশেষ করে তরুণ-তরুণীরা স্বল্প মূল্যে অধিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন কিনতে ব্যবহৃত স্মার্টফোনের বাজারের উপর বেশি নির্ভরশীল।
দেশের বাজারে প্রতিদিন ব্যবহৃত স্মার্টফোন বেচা-কেনা হয়। অনেকে টাকার প্রয়োজনে স্মার্টফোন বিক্রি করে দেন আবার কেউ নতুন ফিচারের স্মার্টফোন কিনতে পুরাতনটি বেচে দেন।
ব্যবহৃত স্মার্টফোনের ক্রেতা মূলত সমাজের মধ্যবিত্ত শ্রেণি। ব্যবহৃত স্মার্টফোন কিনে যেমন শখ ও প্রয়োজনীয়তা পূরণ করা যায় তেমনি এই ব্যবহৃত স্মার্টফোন ক্রয় হতে পারে বিপদের কারণ। তাই ব্যবহৃত স্মার্টফোন কিনতে হতে হবে সচেতন। একটি ব্যবহৃত স্মার্টফোন কেনার আগে কিছু বিষয় যাচাই করে নেওয়া উচিত। যেমন: ফোনটি সম্পূর্ণ সচল কি না, সব পার্টস ঠিকমত কাজ করছে কি না, ফোনের টাচ-ডিসপ্লে সঠিকভাবে কাজ করে কি না, ফোনটির ব্যাটারিতে কতক্ষণ চার্জ থাকে, ফোনটি মেরামত করা হলে তা সঠিকভাবে মেরামত হয়েছে কি না প্রভৃতি।
এর পাশাপাশি ব্যবহৃত স্মার্টফোন কিনতে বৈধতার বিষয়টিও চিন্তা করতে হবে। অনেক দামি ফোনও দেখা যায় নামমাত্র মূল্যে ব্যবহৃত বলে বিক্রি করে দেওয়া হয়। এক্ষেত্রে ক্রেতার অবশ্যই দুটো বিষয় মাথায় রাখতে হবে। হয় ফোনটি ত্রুটিপূর্ণ নতুবা ফোনটি চুরি বা ছিনতাইয়ের। ত্রুটিপূর্ণ ফোন কিনলে তা মেরামত করা যেতে পারে তবে খুব বেশি ত্রুটিপূর্ণ ফোন না কেনাই ভালো। আর চুরি বা ছিনতাই যাওয়া ফোন কিনলে তা নিয়ে যে কোনো সময় আইনি ঝামেলায় পড়তে হবে। তখন পুরো টাকাটাই গচ্চা যাবে।
দেশের বাজারে ব্যবহৃত ফোন কেনার দুটো ব্যবস্থা রয়েছে। ব্যক্তির কাছ থেকে এবং ব্যবহৃত ফোনের দোকান থকে। দেশে ব্যবহৃত স্মার্টফোনের অনেক দোকান গড়ে উঠেছে। তারা কেনা-বেচার পাশাপাশি সার্ভিস ও ওয়ারেন্টি সেবাও দিয়ে থাকে। এসব দোকান ব্যবহৃত স্মার্টফোন কেনার একটি বিশ্বস্ত জায়গা হতে পারে, তবে অবশ্যই উপরোক্ত বিষয়গুলো দেখে তারপর কিনতে হবে। ব্যক্তির নিকট থেকে কিনলে অবশ্যই ফোনের বক্স ও ক্রয় রশিদ বুঝে নিতে হবে। অনলাইন মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখে লোভ করা উচিত নয়, এতে প্রতারিত হওয়ার আশংকা থাকে।