মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

যা থাকছে রেড ম্যাজিক এইট প্রো ও এইট প্রো প্লাসে

বর্তমান বিশ্বজুড়ে চলছে মোবাইল ভিত্তিক গেমিং ট্রেন্ড। গেমিং ফোনের বাজারে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দিন দিন বাড়ছে গেমারের সংখ্যা। বাড়ছে আকর্ষণ-উত্তেজনা। এর সাথে তাল মিলিয়ে বাজারে একের পর এক আসছে নতুন সব গেমিং ফোন। ফোন কোম্পানিগুলো রীতিমতো প্রতিযোগিতা করে আধুনিক ফিচারসহ গেমিং ফোন বাজারে ছেড়ে হাইপ তৈরী করছে। গেমপ্রিয় নেটিজেনদের প্রধান আকর্ষণের বস্তু একটি গেমিং স্মার্টফোন। গেমিং স্মার্টফোনগুলোর বৈশিষ্ট্য অন্য আর দশটা সাধারণ স্মার্টফোনগুলোর চাইতে আলাদা। এসব ফোনে উচ্চক্ষমতা সম্পন্ন প্রসেসর ও র‍্যাম ব্যবহার করা হয়। ডিসপ্লে হিসাবে দেওয়া হয় হাই রিফ্রেশ রেটের একটি বড় মনিটর। যাতে গেমিং হয় মসৃণ ও বাধাহীন। তাই এসকল স্মার্টফোনের মূল্য তুলনামূলক বেশি হয়।

গেমিং স্মার্টফোন ট্রেন্ডে অপর এক লিজেন্ড জেডটিই (ZTE) এর নুবিয়া রেড ম্যাজিক। এশিয়া মহাদেশে এই স্মার্টফোনের তেমন কদর না থাকলেও বিশ্ব বাজারে গেমারদের কাছে এর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। ডিজাইন এবং আউটলুকের ক্ষেত্রে রেজ ম্যাজিক বরাবরই অনন্য। গেমিং স্মার্টফোন ট্রেন্ডের শুরুর দিকে ২০১৮ সালের এপ্রিল মাসে নুবিয়া রেড ম্যাজিক বাজারে ছাড়ে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। তারপর গেমিং ক্যাটাগরিতে ৫ বছরে ৪টি সিরিজে ১৫ টি মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে জেডটিইনুবিয়া রেড ম্যাজিক সিরিজের সর্বশেষ সংযোজন রেড ম্যাজিক এইট প্রোএইট প্রো প্লাস। গেল বছরের ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে স্মার্টফোন দুটো উন্মুক্ত করে জেডটিই

দুটো স্মার্টফোনেই প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক চার মিলিমিটার প্ল্যাটফরমের এইট জেন টু চিপসেট। আট কোরের এই প্রসেসরটির কার্যক্ষমতা ৩.২ গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো ৭৪০। এখন পর্যন্ত কোয়ালকমের নতুন এই প্রসেসর ব্যবহার করা একমাত্র গেমিং স্মার্টফোন রেড ম্যাজিক এইট প্রোএইট প্রো প্লাস। ফোন দুটো চলবে অ্যান্ড্রোয়েড থারটিন অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই থাকছে রেডম্যাজিক ওএস ৬। দুটো ফোনের স্টোরেজে ব্যবহার করা হয়েছে ইউএফএস ফোর টেকনলজি।

রেড ম্যাজিকের বেসিক ও প্রো সিরিজের মধ্যে মূল পার্থক্য হয় ব্যাটারি, ডিসপ্লে রিফ্রেশ রেট ও সেলফি ক্যামেরায়।

নুবিয়া রেড ম্যাজিক এইট প্রো তে সহায়ক হিসাবে থাকছে ৮ থেকে ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম। আরও থাকছে ১২৮ থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা। এই ফোনটি পাওয়া যাবে ৮/১২৮; ৮/২৫৬; ১২/২৫৬ ও ১৬/৫১২ চারটি ভ্যারিয়েন্টে।

অপরদিকে রেড ম্যাজিক এইট প্রো প্লাসে সহায়ক হিসাবে থাকছে ১২ ও ১৬ গিগাবাইট র‍্যাম। আরও থাকছে ২৫৬ গিগাবাইট থেকে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা। এই ফোনটি পাওয়া যাবে ১২/২৫৬; ১২/৫১২ ও ১৬/১টিবি তিনটি ভ্যারিয়েন্টে।

দুটো ফোনে একই ডিসপ্লে মডিউল ব্যবহার করা হবে। ডিসপ্লে হিসাবে দেওয়া হবে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৬.৮ ইঞ্চির অ্যামোলেড মনিটর। ডিসপ্লের রেজুলেশন ১১১৬বাই২৪৮০ (ফুল এইচডি প্লাস)। ডিসপ্লে অপারেট করা যাবে ১২০ হার্জ রিফ্রেশ রেটে। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ফাইভ। তবে এক্ষেত্রে কর্নিং গরিলা গ্লাসের সর্বশেষ ও সর্বাধুনিক সংস্করণ গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করলে তা আরও বেশি সমৃদ্ধ হতো।

বরাবরের মতোই দুটো ফোনের পিছনের ক্যামেরা প্যানেলে থাকছে ৩টি ক্যামেরা এবং একই ক্যামেরা সেটাপ। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১.৯ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৫ মিলিমিটার ওয়াইড। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১৩ মিলিমিটার ও ১২০ ডিগ্রি আল্ট্রাওয়াইড। তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.৪ অ্যাপারচারের ২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ম্যাক্রো। সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ২ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। সেলফি ক্যামেরা গুলো ডিসপ্লের আড়ালে থাকবে যা বাহির থেকে বোঝা যাবে না। এর আগে রেড ম্যাজিক সেভেন সিরিজের স্মার্টফোনগুলোতে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা অর্থাৎ অদৃশ্য ক্যামেরার ব্যবহার শুরু করে জেডটিই।

বরাবরের মত দুটো ফোনেই সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে স্টেরিও স্পিকার এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আলাদা মেমোরি কার্ড স্লট থাকছে না কোনো ফোনেই। দুটো ফোনই অ্যালুমিনিয়াম ফ্রেমের। রেড ম্যাজিক এইট প্রো এর ওজন ২২৮ গ্রাম এবং এইট প্রো প্লাস এর ওজন ২৩০ গ্রাম।

এইট প্রো স্মার্টফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি এবং এইট প্রো প্লাস স্মার্টফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। এইট প্রো স্মার্টফোনটি ৬৫ ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এইট প্রো প্লাস স্মার্টফোনটি ১৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনের সুরক্ষায় দেওয়া হবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পাশাপাশি দুটো ফোনেই গেমিং এর জন্য প্রেশার সেনসিটিভ এয়ার ট্রিগার তো থাকছেই।

রেড ম্যাজিক প্রো ভ্যারিয়েন্টের এক বিশেষ সংযোজন ছিল ফিজিক্যাল এয়ারকুলিং সিস্টেম। এর সিক্স সিরিজ থেকে একটি কুলিং ফ্যান প্রসেসরের হিট অ্যাবজরব করতে ব্যবহার করা হচ্ছে। এবারের মডেলেও তার ব্যতিক্রম হচ্ছেনা। ফোন দুটো পাওয়া যাবে কালো ও স্বচ্ছ দুটো এডিশনে।

নুবিয়া রেড ম্যাজিক এইট প্রো-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকা আর এইট প্রো প্লাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ হাজার টাকা। বাংলাদেশে জেডটিই স্মার্টফোনের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর না থাকায় বাংলাদেশে কখনোই অফিশিয়ালি এই স্মার্টফোন আসবে না।

/এএস

Header Ad
Header Ad

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম ও প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাবেন। ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে শিক্ষকদের।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রমতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বাধীন ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সুপারিশ করা উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বেতন স্কেল উন্নীতকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব দিতে অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অধিদপ্তরকে এ চিঠি দেয় মন্ত্রণালয়।

জানা গেছে, পরামর্শক কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শতাধিক সুপারিশ করে গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে কমিটি ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে শুরুর পদ ‘শিক্ষক’ করার সুপারিশ করা হয়ে। এক্ষেত্রে শিক্ষক হিসেবে শুরুতে বেতন গ্রেড হবে ১২তম।

এরপর দুই বছর পর চাকরি স্থায়ীকরণ ও আরও দুই বছর পর তারা ‘সিনিয়র শিক্ষক’ হবেন। তখন তাদের বেতন গ্রেড হবে ১১তম। এছাড়া পরামর্শক কমিটি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশ করে।

এরই মধ্যে উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করতে বলা হয়েছে। এখন পরামর্শক কমিটির সুপারিশ ও আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিয়মানুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাব পাঠাতে হবে। এরপর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Header Ad
Header Ad

এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা দিয়ে বলেছেন, ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উমামা ফাতেমা তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।

তিনি তার পোস্টে লিখেছেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সঙ্গে আছেন। তবে ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানান উমামা। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিনি তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন।

এ সময় প্রধান উপদেষ্টা পুলিশের ভালো কাজের প্রশংসা করেন। মানুষের অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে আরও বেশি ভূমিকা রাখার তাগিদ দেন।

পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, চাঞ্চল্যকর সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ৪০০ জনকে এই পদক দেওয়া হয়েছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি
নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার