২১ বছর পর সম্পদ হারানোর বিশ্বরেকর্ডটিও ইলন মাস্কের
‘দ্যা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকডর্স’ এর হিসেবে, মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২১ সালের নভেম্বর মাস থেকে আজ পর্যন্ত প্রায় ১৮২ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন। ফলে তিনিই এখন এই দুনিয়ার সবচেয়ে টাকা খোয়ানো মানুষ।
টেলসা ও স্পেস এক্সের মালিক এবং সিইও ইলন মাস্ক গত বছরের যেদিন থেকে বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন, তারপর থেকে একের পর এক উদ্ভট কান্ডের জন্য বিশ্বের সব দেশের সংবাদ মাধ্যমের খবর হয়ে চলেছেন।
তবে এবার আর সবাইকে চমকে দিতে পারেননি বরং নিজেই চমকে গিয়েছেন। সবচেয়ে বেশি সম্পত্তি হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন মাস্ক। তার ১৮২ বিলিয়ন মাকিন ডলার হারানোর খবর রেকর্ড বুকে লিখে প্রকাশনা সংস্থাটি জানিয়েছে, ‘মার্কিন ধনাঢ্য ব্যক্তি ইলন মাস্ক নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তার আগের বিশ্বরেকর্ডের তিনগুণ পেরিয়ে। তার মানে তিনি আগের রেকর্ডধারীর সম্পত্তি হারানোর চেয়ে তিনগুণের বেশি টাকা খুইয়েছেন।’
ইলন মাস্কের আগের রেকর্ডধারী হলেন জাপানের প্রযুক্তিখাতের বিনিয়োগকারী ও উদ্যোক্তা মাসাইওসি সন। তিনি ২০০০ সালে খুইয়েছেন ৫৮ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ২১ বছর পর ইলন মাস্কের মাধ্যমে তার রেকর্ডটি হাতছাড়া হয়ে গেল।
নিজেদের ব্লগের পোস্টে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডসের লেখক লিখেছেন, ‘যদিও সত্যিকারে অংকটি নিরূপন করা প্রায় অসম্ভব, তারপরও মাস্কের মোট সম্পত্তি হারানোর অংকটি আগের রেকর্ডের চেয়ে অনেক, অনেক বেশি।’
২০২১ সালের সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তি গণমাধ্যমের খবরেই ছিল ৩শ ২০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল অংক ১৮৩ বিলিয়ন মার্কিন ডলার কমে ২০২৩ সালের জানুয়ারিতে হয়েছে ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার। এত টাকা হারানোর বড় কারণটিই হলো টেসলার স্টক খোয়ানো।
এ ছাড়াও বিশ্বের সবচেয়ে বড়লোক বেরনেড অরনো’র কাছে তিনি তার প্রধান স্থানটিও হারিয়েছেন। যার মোট সম্পত্তির পরিমাণ হলো আনুমানিক ১৯০ বিলিয়ন মার্কিন ডলার।
ইলন মাস্কের বিষয়ে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডস শেষে লিখেছে, ‘যেহেতু ইলন মাস্ক তার নিজের প্রযুক্তিগত সম্পদ পুঞ্জিভূত করে চলেছেন, কিছু ক্ষেত্রের মাধ্যমে তাকে ঘুরে দাঁড়িয়ে আগের জায়গায় ফিরে এলে আমরা অবাক হবো না।'
ওএফএস/এএস