সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ইন্টেলকে টেক্কা দিতে এএমডির নতুন ২৪টি প্রসেসর!

কম্পিউটার জগতে প্রসেসর প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠান ইন্টেল ও এএমডি। এরা বরাবরই একে অপরের বিরোধীদল। যেন প্রতিনিয়ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিপ্ত থাকে। সেরা প্রসেসরের খেতাবটি নিজের ঝুলিতে পুরতে কোনো কমতি রাখে না কেউই। কিন্তু দু'দলের কেউই আগায় না আবার পিছায়ও না। নিজের জায়গায় দু'দলই সেরা। আন্তর্জাতিক বাজারে গেমারদের প্রথম পছন্দের তালিকায় থাকে এএমডি আর প্রোডাকশন বা ওয়ার্কস্টেশনের ব্যবহারকারীদের প্রথম পছন্দের তালিকায় থাকে ইন্টেল। তবে বিশ্বব্যাপী এখনও ইন্টেল ব্যবহারকারীর সংখ্যাই বেশি।

গেল বছরের ২৭ সেপ্টেম্বর ডেক্সটপ কম্পিউটারের জন্য থার্টিন জেনারেশনের 'র‍্যাপটর লেক' প্রসেসর বাজারে ছাড়ে ইন্টেল। ক্যাটাগরি ভেদে ১৪ কোর ২০ থ্রেড থেকে শুরু করে ২৪ কোর ৩২ থ্রেড এর প্রসেসর গুলোর ক্লক স্পিড সর্বনিম্ন ২.২ গিগাহার্জ থেকে শুরু করে সর্বোচ্চ ৫.৮ গিগাহার্জ পর্যন্ত। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি ইভেন্ট কনজ্যুমার এফোর্ট স্কোর (সিইএস) এ আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ কম্পিউটারের জন্য থার্টিন জেনারেশনের 'এইচএক্স' সিরিজের নতুন প্রসেসর বাজারজাত করার ঘোষণা দিল ইন্টেল।

তবে এএমডিও কম যায় না। এই ইভেন্টে দেরিতে হলেও হাই প্রোফাইল তিনটি নতুন ডেক্সটপ প্রসেসর ও চারটি ল্যাপটপ প্রসেসর বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এএমডি। নতুন এই প্রসেসরগুলো এএমডির রাইজেন ৭০০০ সিরিজ লাইনআপের উত্তরসূরি।

ডেক্সটপ প্রসেসরের নতুন সিরিজটি হচ্ছে '৭০০০এক্সথ্রিডি'। প্রসেসর তিনটি হচ্ছে যথাক্রমে ১৬ কোর ৩২ থ্রেডের 'রাইজেন নাইন ৭৯৫০এক্সথ্রিডি' যার ক্লকস্পিড ৪.২ গিগাহার্জ থেকে ৫.৭ গিগাহার্জ, ১২ কোর ২৪ থ্রেডের 'রাইজেন নাইন ৭৯০০এক্সথ্রিডি' যার ক্লকস্পিড ৪.৪ গিগাহার্জ থেকে ৫.৬ গিগাহার্জ এবং ৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৮০০এক্সথ্রিডি' যার সর্বোচ্চ ক্লকস্পিড ৫ গিগাহার্জ। এই প্রসেসরগুলো ১২০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে।

অপরদিকে ল্যাপটপ প্রসেসরের নতুন সিরিজটি হচ্ছে '৭০৪৫এইচএক্স'। প্রসেসর চারটি হচ্ছে যথাক্রমে ১৬ কোর ৩২ থ্রেডের 'রাইজেন নাইন ৭৯৪৫এইচএক্স' যার ক্লকস্পিড ২.৫ গিগাহার্জ থেকে ৫.৪ গিগাহার্জ, ১২ কোর ২৪ থ্রেডের 'রাইজেন নাইন ৭৮৪৫এইচএক্স' যার ক্লকস্পিড ৩ গিগাহার্জ থেকে ৫.২ গিগাহার্জ, ৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৭৪৫এইচএক্স' যার ক্লকস্পিড ৩.৬ গিগাহার্জ থেকে ৫.১ গিগাহার্জ এবং ৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ ৭৬৪৫এইচএক্স' যার ক্লকস্পিড ৪ গিগাহার্জ থেকে ৫ গিগাহার্জ। এই প্রসেসরগুলো ৪৫ থেকে ৭৫ ওয়াট বিদ্যুৎ খরচ করবে।

এএমডির দাবি তাদের নতুন এই প্রসেসরগুলো এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গেমিং প্রসেসর। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ডেক্সটপ প্রসেসরগুলো বিশ্ব বাজারে সহজলভ্য হবে এবং এলিয়েনওয়্যার, আসুস, লেনোভো ও এমএসআই ইতোমধ্যেই এএমডির নতুন প্রসেসর ব্যবহার করা গেমিং ল্যাপটপ নির্মাণাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে। ল্যাপটপগুলোও ফেব্রুয়ারির শেষে বিশ্ববাজারে কিনতে পারা যাবে বলে আশা করা যায়।

এর পাশাপাশি আগের লাইনআপ থেকেও ডেক্সটপ ও ল্যাপটপের জন্য নতুন বেশ কয়েকটি লো প্রোফাইল প্রসেসর বাজারজাত করার ঘোষণা দিয়েছে এএমডি। ডেক্সটপের জন্য লো প্রোফাইল প্রসেসর তিনটি হচ্ছে যথাক্রমে ১২ কোর ২৪ থ্রেডের 'রাইজেন নাইন ৭৯০০' যার ক্লকস্পিড ৩.৭ গিগাহার্জ থেকে ৫.৪ গিগাহার্জ, ৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৭০০' যার ক্লকস্পিড ৩.৮ গিগাহার্জ থেকে ৫.৩ গিগাহার্জ এবং ৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ ৭৬০০' যার ক্লকস্পিড ৩.৮ গিগাহার্জ থেকে ৫.১ গিগাহার্জ। এই প্রসেসরগুলো ৬৫ ওয়াট বিদ্যুৎ খরচ করবে।

অপরদিকে ল্যাপটপের জন্য লো প্রোফাইল প্রসেসর রয়েছে ১৪টি। এই প্রসেসরগুলো হচ্ছে যথাক্রমে
৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন নাইন ৭৯৪০এইচএস' যার ক্লকস্পিড ৪ গিগাহার্জ থেকে ৫.২ গিগাহার্জ,
৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৮৪০এইচএস' যার ক্লকস্পিড ৩.৮ গিগাহার্জ থেকে ৫.১ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ ৭৬৪০এইচএস' যার ক্লকস্পিড ৪.৩ গিগাহার্জ থেকে ৫ গিগাহার্জ,
৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৭৩৫এইচএস' যার ক্লকস্পিড ৩.২ গিগাহার্জ থেকে ৪.৭৫ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ ৭৫৩৫এইচএস' যার ক্লকস্পিড ৩.৩ গিগাহার্জ থেকে ৪.৫৫ গিগাহার্জ,
৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৭৩৫ইউ' যার ক্লকস্পিড ২.৭ গিগাহার্জ থেকে ৪.৭৫ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ ৭৫৩৫ইউ' যার ক্লকস্পিড ২.৯ গিগাহার্জ থেকে ৪.৫৫ গিগাহার্জ,


৪ কোর ৮ থ্রেডের 'রাইজেন থ্রি ৭৩৩৫ইউ' যার ক্লকস্পিড ৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ,
৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৭৩৫ইউ' যার ক্লকস্পিড ২.৭ গিগাহার্জ থেকে ৪.৭৫ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ ৭৫৩৫ইউ' যার ক্লকস্পিড ২.৯ গিগাহার্জ থেকে ৪.৫৫ গিগাহার্জ,
৪ কোর ৮ থ্রেডের 'রাইজেন থ্রি ৭৩৩৫ইউ' যার ক্লকস্পিড ৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ,
৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন ৭৭৩০ইউ' যার ক্লকস্পিড ২ গিগাহার্জ থেকে ৪.৫ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ ৭৫৩০ইউ' যার ক্লকস্পিড ২ গিগাহার্জ থেকে ৪.৫ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন থ্রি ৭৩৩০ইউ' যার ক্লকস্পিড ২.৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ,
৮ কোর ১৬ থ্রেডের 'রাইজেন সেভেন প্রো ৭৭৩০ইউ' যার ক্লকস্পিড ২ গিগাহার্জ থেকে ৪.৫ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন ফাইভ প্রো ৭৫৩০ইউ' যার ক্লকস্পিড ২ গিগাহার্জ থেকে ৪.৫ গিগাহার্জ,
৬ কোর ১২ থ্রেডের 'রাইজেন থ্রি প্রো ৭৩৩০ইউ' যার ক্লকস্পিড ২.৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ

এই প্রসেসরগুলো ১৫ থেকে ৪৫ ওয়াট বিদ্যুৎ খরচ করবে এবং প্রসেসরগুলো ইতোমধ্যেই বাজারজাত শুরু হয়েছে।

কেবল প্রসেসরই নয়, ল্যাপটপের জন্য 'আরডিএনএ থ্রি' আর্কিটেকচারে 'আরএক্স ৭০০০' সিরিজের নতুন দুটি হাই প্রোফাইল ও দুটি লো প্রোফাইল মোট চারটি গ্রাফিক্স কার্ড প্রস্তুত করেছে এএমডি। এগুলো হচ্ছে গেমিং ল্যাপটপের জন্য 'আরএক্স ৭৬০০এম এক্সটি''আরএক্স ৭৬০০এম' এবং বেসিক ল্যাপটপের জন্য 'আরএক্স ৭৭০০এস''আরএক্স ৭৬০০এস'। সবগুলো গ্রাফিক্স কার্ডই ৮ গিগাবাইট ধারণক্ষমতাসম্পন্ন ও জিডিডিআর সিক্স।

ইন্টেল ও এএমডি দুটো কোম্পানিই তাদের নতুন হাতিয়ার বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় পারফরম্যান্স ও ভোক্তা সন্তুষ্টির দৌড়ে কে এগিয়ে থাকে।

/এএস

Header Ad
Header Ad

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি রহস্যজনক ইঙ্গিত নিয়েই সরব নেটিজেনরা। ৪৯ বছর বয়সেও তার স্টাইল ও সৌন্দর্যে মোহিত ভক্তরা, কিন্তু সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে পোস্ট করা একটি ছবিতে তাকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

সবুজ মনোকিনিতে একটি ম্যাঙ্গো আইসক্রিম হাতে, খোলা চুল, চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপি পরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আমিশা। সাধারণত এমন ছবিতে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। তবে এবার নজর কাড়ে তার পেট। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিতে ‘বেবি বাম্প’ স্পষ্ট। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে— “তিনি কি অন্তঃসত্ত্বা?” কেউ লিখেছেন, “বিয়ের আগেই বেবি?” আবার কেউ লিখেছেন, “হে ভগবান, এটা কি সত্যি?”

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

এ নিয়ে এখনও মুখ খোলেননি আমিশা। তবে এর আগে ১৯ বছরের ছোট নির্বাণ বিড়লার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। একটি ছবি ঘিরে তখনো নেটদুনিয়ায় বেশ আলোচনা হয়েছিল, যেখানে নির্বাণকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন আমিশা, আর নির্বাণও তেমনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

বর্তমানে আমিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি নিছক গুজব, আলো ছড়ানো একটি ছবি, না কি সত্যিই জীবনের নতুন অধ্যায়—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে অভিনেত্রী ভালোই জানেন কীভাবে দর্শকদের কৌতূহলী করে তুলতে হয়।

Header Ad
Header Ad

পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসির। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারভেজের লাশ।

সন্তান হারানো শোকে আজোড়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ।

মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ।

ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিম উদ্দিন।

মা পারভীন আক্তার বলেন, 'যারা আমার ছেলেরে মারছে তাদের আমার সামনে আনো। আমি জিগাইতাম কেরে আমার ছেলের মারছে।'

বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার আর বাইচ্চা থাইক্যা কি অইবো। আমার ছেলেই তো নাই। হাত-পা ভাইঙ্গা রাখতো, সারাজীবন পালতাম, খালি বাবা ডাকটা শুনতাম। যারা আমার ছেলে মারছে তাদের প্রকাশ্যে ফাঁসি চাই।'

বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছে লাশ হয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ আসে গ্রামের বাড়ি ভালুকার বিরুনীয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে। লাশ আসার পর সৃষ্টি হয় হৃদয় বিধারক পরিবেশ। পাগল প্রায় মা-বাবা-বোনের আহাজারিতে কান্নার রোল পড়ে।

পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। এলাকায় স্বজন, ও ভালো ছেলে হিসেবে পরিচিত পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্বজন ও এলাকার মানুষেরা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ভিডিও ফুটেজে চিহ্নিত পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান স্থানীয়রা।

পারভেজের পিতার ঘনিষ্ঠ বন্ধু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারভেজ এলাকায় আসলে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ও মিছিলে সবসময় অগ্রভাগে থাকতো।

এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানি থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ১৯ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কিউবাকে গতকাল একটি ই-মেইল পাঠানো হয়েছিল। আজ বিকেলে সেই ই-মেইলের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে তিনি আগ্রহী এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত আছেন।

জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান। ইতোমধ্যে সান্ডারল্যান্ডের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল বার্মিংহাম সিটির যুব দলে।

এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির ফুটবলার সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তার জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে এবং পাসপোর্টের আবেদন প্রক্রিয়াধীন।

ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়ার পথ ধরে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার এই ধারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই বিষয়টি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও বেড়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী