ভিভো নিয়ে এলো ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই০২এস
তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার দেশে এসেছে ভিভো ওয়াই০২এস। বছর শেষে তরুণ-তরুণীদের এই সুখবর দিল ভিভো।
শুধু যে সুখবর তা নয়, এই বাজেট ফোন এগিয়ে থাকবে পারফরম্যান্সেও। ওয়াই০২এস এ ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলিএম্পিয়ার ব্যাটারি। এতে একবার ফোনে চার্জ দিয়ে সারাদিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করা সম্ভব। গেমিং করলে এক চার্জে একটানা সাত ঘণ্টা সাপোর্ট দেবে ওয়াই০২এস।
২.৫ ডি স্লিম বডি ডিজাইনের কারণে ভিভো ওয়াই২০এস যেমন স্টাইলিশ লুক দেয়, তেমনি সহজে বহনও করা যায়। ৬.৫১ ইঞ্চির হ্যালো ফুলভিউ ডিসপ্লের স্মার্টফোনটিতে কোনো ধরনের ল্যাগ ছাড়াই গেমিং করা যাবে, সেই সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে ভিডিও দেখা যাবে।
ভিভো ওয়াই০২এস স্মার্টফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে অনায়াসে সব মেমরি ফোনে স্টোর করা সম্ভব। ভিভো ওয়াই০২এসে মিডিয়া টেক হেইলো পি৩৫ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে একই সঙ্গে অনেক কাজ কোনো ধরনের ল্যাগের ঝামেলা ছাড়াই করা সম্ভব।
ডিভাইসটিতে ৮ মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেই সাথে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ২.২ অ্যাপারচার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, ওয়াই২০ এসে ফেইস বিউটি এবং টাইম ল্যাপস ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে প্রফেশনাল ছবি ভিভো ওয়াই০২ এস এ তোলা সম্ভব।
দুইটি আর্কষণীয় কালার ফ্লোরাইট ব্ল্যাক এবং ভাইব্রেন্ট ব্লুতে ভিভো ওয়াই০২এস পাওয়া যাচ্ছে। আপনার নাগালের মধ্যে ভিভোর যেকোনো অথরাইজড স্টোর বা ভিভোর ই স্টোরে পেয়ে যাবেন ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই০২এস। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১২,৫৯৯ হাজার টাকা।
এনএইচবি/এমএমএ/