ভারতে ‘আমাজন এডুকেশন’ বন্ধ
আমাজনের শিক্ষা নেবার জন্য আর কোনো ছাত্র ভর্তি করা হবে না ভারতে। আমাজন একাডেমির বর্তমান ব্যাচই হবে শেষ। তারা ২০২৩ সালের আগস্টের মধ্যে তাদের টেস্ট প্রিপারেশন মডিউল সম্পন্ন করবে।
একটি বিবৃতিতে আমাজন আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের বর্তমান গ্রাহক ও সেবাগুলোর উপর কোনো প্রভাব ফেলবে না।
আমাজন জানিয়েছে, ‘আমাজন একাডেমির গ্রাহকরা অনলাইন সাইটটিতে এক বছর মেয়াদ বাড়ানোয় তাদের বিষয়াদিসহ পুরো কোর্স মেটেরিয়াল লাভ করবেন। ফলে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত সেবাটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। যারা এখন একাডেমিক ব্যাচ হিসেবে ভর্তি হয়েছেন, তাদের সবাইকে সব টাকা ফেরত দেওয়া হবে।’
দ্য ইকোনোমিক টাইমস তাদের এক খবরে জানিয়েছে, আমাজনের চলমান ব্যয় সংকোচনের একটি উদ্যোগ হিসেবে ভারতে আমাজন এডুকেশন বন্ধ করে দেওয়া হচ্ছে।
ভারতে ২০২১ সালের জানুয়ারিতে আমাজন তাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছিল। তবে কোভিড-১৯’র ফলে তাদের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে।
এই এডুকেশনাল প্ল্যাটফর্মটিতে ছিল-মৌখিক পরীক্ষা, লাইভ লেকচারস, রেকর্ডেড অনলাইন পড়ালেখার বিষয় ইত্যাদি।
তারা ছাত্র, ছাত্রীদের ভারতের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবার জন্য যৌথ প্রবেশিকা পরীক্ষা বা ‘জয়েন্ট এন্ট্রান্স এক্সাম’ গ্রহণ করতেন।
তাদের ফেসবুক ও সফট-ব্যাংকের ‘আনএকাডেমি’, ’ফিজিকসওয়ালা বিজু’স’ এবং ‘বেদান্ত’ নামের অনলাইন নির্ভর ব্যাপক শিক্ষা কার্যক্রম ছিল।
এই বিষয়ে আমাজনের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাজনে আমরা বড়, পরীক্ষা-নিরীক্ষানির্ভর ভাবনা ভাবি। আমাদের অংশগ্রহণকারীদের আলোকিত করতে নতুন ভাবনাগুলোতে বিনিয়োগ করি। আমরা নিয়মিতভাবে উন্নয়ন মূল্যায়ন করি। আমাদের সেবাগুলোর নিয়মিতভাবে কার্যকারিতা বিচার করি। আমরা সেবা প্রদান করি ক্রেতাদের মূল্যবোধের ওপর নির্ভর করে। অমাদের মূল্যায়ন ব্যবস্থাগুলোকে নিয়মিতভাবে সমন্বয় সাধন করি। একটি মূল্যায়নের মাধ্যমে আমরা আমাজন একাডেমিকে আর পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান ক্রেতাদের প্রতি সম্মান জানিয়ে আমরা পর্যায়ক্রমে প্রকল্পটি বন্ধ করে দিচ্ছি।’
ওএফএস/