ভারতে ২৯ ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে ‘আমাজন ফুডস’
ভারতের অন্যতম বড় ই-কমার্স ওয়েবসাইট আমাজন ডিসেম্বর থেকে তার ফুড ডেলিভারি বা খাদ্য বিপণন ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তাদের খাবার অনলাইনে অর্ডারের মাধ্যমে পৌঁছে দেওয়ার কার্যক্রম সুইগি বা জোমাটোর মতো সফল না হলেও এই খবর বিস্মিত করেছে সবাইকে।
আমাজন তাদের রেস্তারাঁগুলোর অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২৯ ডিসেম্বর থেকে ভারতে এই ব্যবসাটি বন্ধ করে দেবে।
আমাজন কমিউনিকেশনের বরাতে দ্য ইকনোমিক টাইমস আরও জানিয়েছে, প্রতিষ্ঠানটি এই বিষয়টি পরিস্কার করেছে, তাদের আমাজন ফুডস আর থাকবে না। ই-কমার্স জায়েন্ট তাদের অংশীদারদের সকল পারিশ্রমিক এবং অন্যান্য সকল চুক্তি অনুসারে টাকা পরিশোধ করে দেবে।
তারা আমাজন টুলস এবং রিপোর্টগুলো ব্যবহারের সুবিধা দেবেন ৩১ জানুয়ারি পর্যন্ত-আমাজনের দেওয়া চিঠিতে আরও উল্লেখ করেছেন তারা।
‘২৯ ডিসেম্বর থেকে আর কোনো ক্রেতা আমাজনের মাধ্যমে খাবারের অর্ডার করতে পারবেন না। এই সময়ের মধ্যে তারা খাবার সুবিধা নিতে পারবেন। আমরা আশা করছি, তখন পর্যন্ত আপনারা অর্ডারগুলো পূরণ করবেন’ আমাজন তাদের রেস্টুরেস্ট অংশীদারদের জানিয়েছে।
ই-কমার্সের অন্যতম বৈশ্বিক প্রতিষ্ঠান আমাজন সুইগি ও জোমাটোর সঙ্গে প্রতিযোগিতা করতে আমাজন ফুড চালু করেছিল ভারতে। তাদের সেবা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে ২০২০ সালের মে মাস থেকে। প্রথম চালু করেছেন ব্যাঙ্গালুরুতে। তবে দ্রুতই ছড়িয়েছেন তারা। ১৯২১ সালের মার্চের মধ্যে তারা ব্যাঙ্গালুরুর ৬২টি স্থানে অর্ডার নেওয়া ও দেওয়ার কার্যক্রম সম্পন্ন করেছেন।
ওএফএস/