স্পেনে আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আমাজন
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বড় অনলাইন খুচরো পণ্যাদি কেনাবেচার সাইট আমাজন বুধবার (১৬ নভেম্বর) ঘোষণা করেছে, তারা স্পেনে ক্লাউড কম্পিউটিং ব্যবসায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন। তাদের ১৩শ চাকরি তৈরির সম্ভাবনা আছে।
এই বিনিয়োগ ‘১০ বছরে বিস্তৃত করা হবে’। বিনিয়োগটি করা হবে ‘আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লুস)’র মাধ্যমে।
এআইএস ইউরোপের অষ্টম তথ্য, উপাত্ত সংরক্ষণের নেটওয়ার্ক। তারা পুরোপুরি দায়িত্ব পালন করবেন আমাজনের ক্লাউডের জন্য। যুক্তরাষ্ট্রের গ্রুপ কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আমাজনের সূত্রে আরও জানানো হয়েছে, ‘আমরা স্পেনে পূর্ণকালীন ১৩শ চাকরির সুযোগ তৈরি করব বলে প্রত্যাশা করছি। ফলে দেশটির জিডিপি বাড়বে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।’
এই ঘোষণা এমন এক সময় এলো যখন অনলাইনে নিত্য পণ্য কেনাবেচার অনলাইনটির বিশ্বজুড়ে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে, নিউ ইয়র্ক টাইমসের একটি খবরের পর, পরই।
আমাজন আরও নিশ্চিত করেছে যে, তাদের এই উদ্যোগের ফলে স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় সামাজিক পরিকল্পনাটির বাস্তবায়ন হবে। খবরটি জানানোর পর নিউ ইয়র্ক টাইমস আরও বলেছে, যেহেতু আমাজনের ইলেকট্রনিক ডিভাইসগুলোর (‘অ্যালেক্সা ভয়েজ অ্যাসিসটেন্ট’ বা ‘কিন্ডেল ই-রিডার’ আছেও) বিক্রি কমে যাচ্ছে, ফলে ‘ক্লাউড কম্পিউটিং সার্ভিস’ এডব্লুএসের মাধ্যমে নিয়ে আসছেন তারা।
তারা আরও কাজ করবেন ব্যাপকভাবে স্পেনে তাদের খুচরো পণ্যাদি বিক্রি বিভাগ ও মানব সম্পদ আহরণ শাখায়।
ওএফএস/