চালু হলো অনলাইনে ‘আমাজন ক্লিনিক’
বিশ্বের প্রধান ৫টি প্রযুক্তি ব্র্যান্ডের অন্যতম, মার্কিন প্রতিষ্ঠান ‘আমাজন’ ভার্চ্যুয়াল ক্লিনিক চালু করেছে। ‘আমাজন ক্লিনিক’ নামে নামটি রাখা হয়েছে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় বিপ্লবী ধারণাটিকে ছড়িয়ে দিতে চলা জেফ বোজেসের কোম্পানির সব-সাম্প্রতিক উদ্যোগে।
গতকাল (১৫ নভেম্বর) থেকে সাধারণ স্বাস্থ্যগত সমস্যাগুলোর ক্ষেত্রে এসএমএস আদান-প্রদানের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। তারা অ্যালাজি, ব্রণ এবং চুল পড়া প্রতিরোধ নিয়েও কাজ করবেন বলে জানিয়েছে সিএনএন।
ই-কর্মাস জায়ান্ট বা মহারথী এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের গবেষণা কার্যক্রম সম্প্রসারিত করল স্বাস্থ্যসেবা শিল্পে।
তারা জানিয়েছেন, আমাদের ক্লিনিকটি ম্যাসেজ বা এসএমএস নির্ভর ভাচ্যুয়াল স্বাস্থ্যসেবা কাযক্রম। প্রয়োজনে রোগীরা, ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে সেবাগুলো নিতে পারবেন।
আমাজন ফার্মেসির প্রধান চিকিৎসা অফিসার ডা. এনওয়াহ এয়োগু। তিনিই আমাজন ক্লিনিকের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমাজন জানিয়েছে তাদের ব্লগে।
তিনি দক্ষিণ আফ্রিকান, অত্যন্ত মেধাবী, দেশে মোবাইল ফোন নির্ভর একটি স্টাটআপের প্রতিষ্ঠাতা ছিলেন।
ডা. এনওরাহ এয়োগু বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ করেছেন। নামকরা বিভিন্ন মেডিক্যাল জার্নালে তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার মধ্যে ‘নিউজিল্যান্ড জার্নাল অব মেডিসিন’ রয়েছে।
ডা. এনওরাহ এয়োগু বিজনেস ইনসাইডারের ৪০’র নিচে ৪০ জনের অন্যতম শীর্ষ একজন। হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে তিনি এমডি করেছেন। এমবিএ করেছেন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে। এবি অনার্স করেছেন হার্ভার্ড কলেজ থেকে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধীনে ডা. এনওরাহ এয়োগু ইন্টারনাল মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং তিনি তাদের বোর্ড থেকে সার্টিফিকেট লাভ করা একজন আভ্যন্তরীণ রোগ বিশেষজ্ঞ।
‘আমাজন ক্লিনিক’র প্রধান চিকিৎসা কমকতা ও মহাব্যবস্থাপক ডা. এনওরাহ এয়োগু জানিয়েছেন ‘শুরুতে ২১টি সাধারণ রোগের অবস্থা ও সেগুলোর চিকিৎসা প্রদানের কাযক্রম শুরু করেছে আমাদের ক্লিনিক। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২টি অঙ্গরাজ্যে চিকিৎসা সেবা প্রদান সহজলভ্য করা হয়েছে। সামনের মাসগুলোতে ধীরে ধীরে আরো রাজ্যগুলোতেও ছড়িয়ে যাব আমরা।’
সাম্প্রতিক বছরগুলোতে আমাজন ক্রমান্বয়ে তার অবস্থান বাড়িয়ে চলেছে স্বাস্থ্যসেবা খাতে। ২০১৮ সালে তারা অনলাইন ফার্মাসি ‘পিলপ্যাক’ কিনে নিয়েছেন। এরপর আরও উন্নতির মাধ্যমে ২০১৯ সালে আমাজনের নিজস্ব ডিজিটাল ফার্মাসিটি চালু করা হয়েছে।
এই বছরের শুরুর দিকে তারা কিনতে রাজি হয়েছেন ‘ওয়ান মেডিক্যাল’, সদস্য বা মেম্বারশিপ। নির্ভর প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমটি। এজন্য আমাজনকে খরচ করতে হয়েছে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার।
এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমাজন বিস্তৃত করেছে রোগী ও ক্রেতাদের জীবনের প্রতিটি দিকে তাদের পৌঁছানোর লক্ষ্য, গিয়েছে আরও বড় জায়গায়। ফলে আমাজনের স্বাস্থ্যসেবার মধ্যে এখন মুদিখানা, ওষুধের দোকান রয়েছে। আরও আছে ভিডিও স্ট্রিমিং, হোম ডিভাইসগুলো। তাদের কিছু কার্যক্রম চিকিৎসা অধিকার কর্মী এবং আইন প্রয়োগকারীদের নজরদারিতেও এসেছে।
ওএফএস/