‘জুম কল’ সুবিধা পাচ্ছেন টেসলা চালকরা
টেসলা চালকরা নিজেদের গাড়রি টাচস্ক্রিন ড্যাশবোর্ড থেকে খুব দ্রুতই সরাসরি জুম ভিডিও কল করতে পারবেন বলে ঘোষণা করেছে জুম।
এই ভিডিও কল সম্প্রদানকারী প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক জুম ট্রপিয়া কনফারেন্সে ঘোষণাটি দিয়েছে।
ট্রপিয়া কনফারেন্সে জানানো হয়, দূর-দূরান্ত থেকে তাদের জুমে ভিডিও কল করা যাবে। তাদের এই সফটওয়্যারটি টেসলার বিল্ট-ইন ইনফোরসমেন্ট সেন্টারে আসছে।
তারা কনফারেন্সে আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও প্রদর্শন করেছেন। তাতে একজন টেসলা চালক তার গাড়িটিকে রিচার্জের সময় একটি জুম কল গ্রহণ করছেন বলে দেখানো হয়েছে।
প্রতিষ্ঠানটি এরপর সিএনএন বিজনেসকে জানিয়েছে, ভিডিও কল দেখানোর জন্য গাড়িটিকে কোথাও পার্ক করতে হবে। আর গাড়িটি যখন চলতে থাকবে তখন কেবল অডিও কল গ্রহণ করা যাবে। তবে অডিও এবং ভিডিও কলের সময়সীমা এখনো জানা যায়নি।
কয়েক বছর ধরে এই সুবিধাটির জন্য টেসলা চেষ্টা করে যাচ্ছে। ২০২০ সালের মে মাসে টেসলার সিইও ইলন মাস্ক একটি টুইটে বলেছিলেন, ‘টেসলার গাড়িগুলোতে জুম কলের সুবিধা অবশ্যই একটি ভবিষ্যৎমুখী ফিচার হবে।’
কভিড-১৯ মহামারির শুরুর দিনগুলোতে জুমের জন্য তিনি অনুরোধ এসেছে টুইটারে। তবে গাড়িগুলোর চালকরা তাদের আরেকটি ব্যক্তিগত জায়গাতে কলগুলো গ্রহণ করার সুবিধাদেবার আবেদন করেছিলেন।
তারা গাড়িগুলোতে বিদ্যমান ড্রাইভার-ফেনসিং ক্যামেরাও ব্যবহার করার সুবিধা চেয়েছিলেন। এখনকার কয়টি গাড়িতে এই ক্যামেরা সুবিধা আছে। যেখানে বড় ডিসপ্লে রয়েছে।
তখন টেসলার একজন মুখপাত্র পপ কালচারের ওয়েবসাইট মাশ্যাবেলে বলেছেন, ভিডিও কলের তাদের ইনফোরটেইনমেন্ট ব্যবস্থায় রাখা সবচেয়ে নিরাপদভাবে জুমের ব্যবহার নাও হতে পারে। কারণ, অনেক মানুষ গাড়িটি চালানোর সময় কলটি গ্রহণ করতে পারেন।
টেসলার জন্য জুমের এই ঘোষণা তখন এলো, যখন ইলেকট্রনিক গাড়ির বাজারে প্রতিষ্ঠিত গাড়ি কোম্পানি ভক্সওয়াগেন, ফোর্ড ও জেনারেল মটরসের কাছ থেকে প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন তারা।
কিছু বিনিয়োগকারী এই বিষয়ে সন্দেহ পোষণ করেছেন যে, টেসলার মালিক ইলন মস্ক টুইটার কেনার ফলে সেদিকে বেশি মনোযোগ দেবেন বলে টেসলার বিষয়ে তিনি অতটা গুরুত্ব দেবেন না।
এই সপ্তাহেও টেসলার স্টক বিক্রি করা অব্যাহত রেখেছেন ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে এই পর্যন্ত তিনি তার টেসলা সম্পদের প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছেন।
টেসলার সম্পদের ৪৬ শতাংশ মূল্য কমেছে। কারণ, হলো তাদের সাপ্লাই চেইনের সমস্যা। এর ফলে তারা গাড়ি বিক্রি করতে পারেননি।
মস্কের কোম্পানিগুলোর জুমের সঙ্গে শক্তিশালী সম্পর্ক ছিল না। উদাহরণস্বরূপ স্পেস এক্স ২০২০ সালের এপ্রিলে তাদের কর্মীদের জুম ব্যবহার নিষিদ্ধ করেছে ‘নির্দিষ্ট গোপনীয়তা ও নিরাপত্তার উদ্বেগে ভুগে।’
ওএফএস/এমএমএ/