৬ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট
৫৯টি বিভাগ ও ১৯টি হলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ৬ নভেম্বর থেকে উন্মুক্ত করে দেওয়া হবে ব্যবহারকারীদের জন্য।
সাইটটি হলো-www.ru.ac.bd.
২, নভেম্বর, বুধবার, দুপুরে ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন’র কনফারেন্স রুমে নতুন সাইটের কথা ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
তিনি তার ছাত্র, ছাত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ‘আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও দৃষ্টিনন্দন এবং ভালো হবে আমাদের নতুন সাইট।’
উল্লেখ্য, ২০১৪ সালে 'বিং কিরক্স টিম’ নামের ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ তার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইটটি হ্যাক করে। ফলে প্রশাসন তাদের সাইটকে নিরাপদ, আধুনিক ও উন্নততর করার কাজে নামে। সেই কর্মপ্রচেষ্টার ফসল হলো আজকের ওয়েবসাইট। এটিও ভালো।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আরো বলেছেন, ‘আমাদের ওয়েসবাইট উন্নততর, কার্যকর ও আধুনিক করতে আজ দুপুরে সকল কাজ সম্পন্ন করেছি আমরা।’
নুতন সাইটের অনুষ্ঠানে অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এম আসাবুল হক, আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক ড. এম. বাবুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. দুলালচন্দ্র রায় ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এম. মশিহুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেছেন।
লেখা : আসাদুল্লাহ গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েসবাইটে তাদের শহীদ মিনারের ছবি।
ওএফএস।