জেনারেল মটরস টুইটারে বিজ্ঞাপন থেকে সরে গেল
টেসলা সিইও ইলন মাস্ক প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে নেবার পর গতকাল শুক্রবার জেনারেল মটরস টুইটারে তাদের বিজ্ঞাপন প্রদান থেকে বিরত থাকছে বলে জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পানি টুইটারের বিষয়ে দেশের সবচেয়ে বড় অটোমেকার কম্পানিটি জানিয়েছে, তারা ‘টুইটারের নতুন নির্দেশনা’ পর্যালোচনা করে সুযোগগুলো খুঁজছেন।
তারা আরো বলেছেন, এখনো ক্রেতাদের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করছেন। তবে বিজ্ঞাপন দেবার জন্য টাকা দেবেন না।
একটি ইমেইল বিবৃতিতে তারা এরপর জানিয়েছেন, ‘আমরা টুইটারের সঙ্গে যুক্ত হয়ে চলেছি এই কারণে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন মালিকানার মাধ্যমে কী ঘটে সেসব বোঝার জন্য, যেহেতু আমাদের ব্যবসা পরিচালনার একটি নিত্যনৈমিত্তিক কার্যধারা এভাবে সম্পন্ন করতে হয়। এছাড়াও আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলে কী ঘটে সেটি জানতে চাই। ফলে আমরা সাময়িকভাবে আমাদের বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত হলাম।’
বৃহস্পতিবার বিকেলে টেসলা প্রধান ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। এর ফলে টানা ছয় মাসের তার ও টুইটার পরিচালনা পরিষদের মামলা, পাল্টা মামলার অবসান ঘটেছে।
তিনি বৃহস্পতিবারই তাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে কার্যকর ক্ষতিগুলো পূরণের জন্য একটি চিঠি বিজ্ঞাপনদাতাদের কাছে টুইটারের মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তাদের উদ্ধারের আবেদন করেছেন ইলন মাস্ক।
তিনি তার চিঠিতে আরো উল্লেখ করেছেন, ‘ বিশ্বের সবচেয়ে সম্মানিত বিজ্ঞাপন পাওয়া প্রতিষ্ঠান হবার টুইটারের মৌলিক সম্ভাবনা আছে। যেখানে আপনার ব্র্যান্ড এবং শিল্প উদ্যোগ বিকশিত হবে।’
‘আসুন আমরা একসঙ্গে কিছু অবিশ্বাস্য বিষয় তৈরি করি’-তিনি তার চিঠিতে জানিয়েছেন।