স্যামসাংয়ের নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হলেন জে. ওয়াই. লি

দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ইলেকট্রনিক পণ্যাদি উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠান ‘স্যামসাং’ তাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে জে. ওয়াই. লি’কে।
তিনি দীর্ঘকাল জি ফ্যাক্তো লিডার (মানে হলো নির্দিষ্ট পদবীতে কাজ করেছেন তবে কোনো আইনগত অধিকার প্রতিষ্ঠানে ছিল না) হিসেবে স্যামসাংয়ে কাজ করেছেন।
কোরিয়ানদের কাছে চে ওয়াই এ লি নামে পরিচিত এই নামকরা কর্মীকে স্যামসাং এই কারণে নিয়োগ প্রদান করেছে যে, দক্ষিণ কোরিয়ার সবচেয়ে মূল্যবান ও সবচেয়ে পরিচিত, সবার সেরা বিপণনকারী প্রতিষ্ঠানটি তাদের প্রাধান্য বিস্তার করে যাবে।
এর আগে চে ওয়াই এ লি ছিলেন স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান।
‘স্যামসাং বোর্ড' নামে পরিচিত তাদের পরিচালনা পর্ষদ তাদের প্রধানের নিয়োগ ও পরিবর্তনের কারণ হিসেবে জানিয়েছে, “বিশ্বের অস্থিতিশীল ব্যবসা ক্ষেত্রে নজির হিসেবে এবং পরিবেশের উন্নয়নে ও আরো শক্তিশালী দায়িত্বশীলতা এবং ব্যবসায় স্থিতিশীলতা আনায়নে চাপ প্রয়োগ করতে চে ওয়াই এ লি’কে নিযুক্ত করা হয়েছে।”
জে. ওয়াই. লি’ বলেছেন, ‘আমাদের দ্বিতীয় পরিকল্পনার এখন সময়। সামনে এগুনোর সময়।’
আগামী পাঁচ বছরে স্যামসাংয়ের ৮০ হাজার নতুন চাকরি দেবার পরিকল্পনাও রয়েছে।
বেশিরভাগই তারা দক্ষিণ কোরিয়াতে দেবার জন্য পরিকল্পনা করেছেন।
তারা এর আগে রেকর্ড সেল বা বিক্রি করেছেন।
ওএফএস।
