কুয়েট ও চুয়েটের ‘স্কিপ প্লাস্টিক প্রকল্প’
প্লাস্টিকের দূষণে আমরা সারা বিশ্ব জর্জরিত। বাংলাদেশ তো এই সমস্যায় পুরোপুরি ডুবে আছে। উত্তরণের কোনো আশা নেই, দিশা নেই। এই চরম পরিবেশ বিপর্যয়কারী প্লাস্টিকের পণ্য প্রধানত পলিথিন এবং অন্যান্য সকল পণ্যের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে কাজ শুরু করছেন তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)’র বৈজ্ঞানিক সাহায্য, জার্মান সরকারের বিজ্ঞান, গবেষণা ও আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষকরা গবেষণা এবং কারিগরি সাহায্য নিয়ে কাজে নেমেছেন।
চুয়েটের এই প্রকল্পের নামও কুয়েটের মতো। সেটি -‘সাসটেইনেবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইরিভ্যাসেবল পলিউশনস বাই প্লাস্টিক’ বা ‘প্লাস্টিকের মাধ্যমে হওয়া অপরিবর্তনীয় ক্ষতি কমানোর জন্য টেকসইভাবে স্বক্ষমতা তৈরি'। সংক্ষেপে ‘স্কিপ প্লাস্টিক প্রজেক্ট’।
গবেষণা কার্যক্রমটির শুরু চুয়েটে ২২ আগস্ট। প্রকল্পের শুরু হয়েছে একটি সেমিনারের মাধ্যমে। বিশেষ আয়োজনে অংশ নিয়েছেন জার্মানির ১৮৬০ সালে প্রতিষ্ঠিত বাউহাউস ইউনির্ভাসিটিয়েট ভাইমারের ‘বায়ো-টেকনোলজি ইন রিসোর্স ম্যানেজমেন্ট’র চেয়ার এবং ‘স্কিপ প্লাস্টিক প্রজেক্ট’র পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার একার্ড ক্রাফট, ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অন্যতম সদস্য ও কুয়েটের দুইবারের উপাচার্য-স্কিপ প্লাস্টিক প্রজেক্টের বাংলাদেশী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর, প্রকল্পের কো-অর্ডিনেটর সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার-পরামর্শক জর্জ বসটক, কুয়েটের স্কিপ প্লাস্টিক প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ড. এম রাফিজুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির-উল ইসলাম।
চুয়েট পুরকৌশল অনুষদ সেমিনার গ্যলারিতে আয়োজিত অনলাইন ও সরাসরি সেমিনারে ছিলেন প্রধান অতিথি তাদের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তিনি প্রধান অতিথি হিসেবে মোট চারটি বিখ্যাত প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের তার বিশ্ববিদ্যালয়ে শুরু করেছেন। ‘স্কিপ প্লাস্টিক প্রকল্প’ এখানে বাস্তবায়ন করছে পুরকৌশল বিভাগ। তাদের প্রধান পরামর্শক অনুষদীয় ডিন অধ্যাপক ড. এম. মঈনুল হোসেন। বৈজ্ঞানিক পরিচালক পুরকৌশলের অধ্যাপক ড. ফারজানা রহমান জুঁথী। তিনিই সবকিছু সমন্বয় করছেন। বিভাগের আরেকজন অধ্যাপক ড. আসিফুল হক বৈজ্ঞানিক বিশেষজ্ঞ। তার মতো পদেই কাজ করছেন বিভাগের অধ্যাপক ড. সুদীপকুমার পাল। গবেষণা সহকারী হলেন ফারজানা খান দীনা।
তাদের স্কিপ প্লাস্টিক প্রকল্পটি জার্মানির পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ ও নিউক্লিয়ার নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
কুয়েটের স্কিপ প্লাস্টিক প্রকল্পের লিংক হলো-https://www.kuet.ac.bd/scip/.
চুয়েটের স্কিপ প্লাস্টিক প্রকল্পের লিংক-https://scipcuet.com/.
লেখা ও ছবি : মুহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা), চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
ওএফএস।