২৯ হাজার ৯৯০ টাকায় ‘অপো এফ২১এসপ্রো’!
নতুন ও ট্রেন্ডি সংস্করণ অপো ‘এফ২১এস প্রো’ নিয়ে এসেছে বিশ্বসেরা মোবাইল ব্র্যান্ড ‘অপো’। নতুন এই সেটের দাম ২৯,৯০০ টাকা।
অপো এফ২১এস প্রো’র ‘রঙের বৈচত্র্যময়তা’ স্মার্টফোন ব্যবহারকারীদের লাইফ-স্টাইলের মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তারা।
রয়েছে আকর্ষণীয় সব ফিচার এখানে।
মোবাইলটিতে অপো গ্লো প্রযুক্তির নান্দনিক নানা রঙের সংমিশ্রণ আছে।
আছে এস#৭৫, অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, মাইক্রোলেন্স ও অপো’র আরজিবিডব্লিউ প্রযুক্তির ৬৪ মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ।
এস#৭৫ হলো কালার ও গ্রেডিয়েন্টের চমৎকার সংমিশ্রণ –গোলাপি, সবুজ ও সোনালি বর্ণচ্ছটার অনন্য সমারোহ আছে। এ কালার মোবাইলকে করেছে আরও আকর্ষণীয়, নিয়ে এসেছে আভা। ব্যবহারকারীর স্টাইলেও ফলে আনছে নতুনত্ব। নিজেদের নতুনভাবে খুঁজে পেতে সহায়তা করবে।
রয়েছে দ্রুত চার্জিং সুবিধা।
অপো এস২১এস প্রো’তে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, গ্ল্যামারের জন্য অপো গ্লো ডিজাইন, আছে ডিভাইসটির পেছনে তারার মতো ঔজ্জ্বল্য।
অ্যান্টি করোশন গ্লাস-স্টাইল নিশ্চিত করার পাশাপাশি স্ক্র্যাচ পড়া থেকে সুরক্ষিত রাখে মোবাইল।
অপো গ্লো প্রসেসিং ব্যবহারকারীদের নানা সুবিধা দেয়। রয়েছে ইউনিক সিএমএফ (রং, ম্যাটেরিয়াল ও ফিনিশ)। ফলে মোবাইলটি গ্লসি। ধরার ক্ষেত্রে পাওয়া যায় ম্যাট সারফেসের অনুভূতি।
ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা প্রদানে মোবাইলে রয়েছে নান্দনিক সৌন্দর্য্য।
টাচ-অ্যান্ড-ফিলের চমৎকার সমন্বয় আছে এখানে।
‘অপো এফ২১এস প্রো’তে আরো রয়েছে মাইক্রোলেন্স সহ ৬৪ মেগা-পিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেট আপ। ফলে ৩০ গুণ ম্যাগনিফিকেশন সুবিধা আছে। ফলে, ইউজাররা মোবাইল ক্যামেরায় তোলা ছবির ডিটেইল সঠিকভাবে ক্যাপচার করতে পারেন।
ফোনটির রিয়েল ক্যামেরার চারদিকে ব্রিদিং অরবিট লাইট ডিজাইন আছে। ফলে কল ও মেসেজ জ্বলজ্বল করে।
ফোনটির সামনের ক্যামেরায় রয়েছে অপো এফ২১ প্রো’র শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর। ফলে সামনে ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যায়।
স্মার্ট ফোন ক্যামেরায় আরো রয়েছে স্পেশালাইজড ডেপথ ক্যামেরা। নিশ্চিত করে ছবি তোলার অনন্য অভিজ্ঞতা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপোর নিজস্ব আর.জি.বি.ডব্লিউ. প্রযুক্তি। ফলে ৬০ শতাংশ বেশি আলো, ছবিতে স্বাভাবিক কালার দেয়। ব্যবহারকারীরা তুলতে পারেন আকর্ষণীয় সেলফি।
মোবাইলের শক্তিশালী ৪ হাজার ৫শ মিনি-অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করে।
আরো রয়েছে ৩৩ ওয়াট সুপার চার্জিং সুবিধা, ফলে অত্যন্ত দ্রুত কারণে দ্রুত চার্জ হয়।
মাত্র ৫ মিনিটের চার্জে ২.৬৮ ঘণ্টা কথা বলতে পারেন সবাই।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেছেন, “বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা ফ্যাশন সচেতন। তাই, স্বাভাবিকভাবেই অপো এমন কিছু নিয়ে আসতে চাইছিল, শুধুমাত্র ব্যবহারকারীদের অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করবে না, তাদের স্টাইলের প্রকাশেও ভূমিকা রাখে। সবমিলিয়ে দারুণ একটি মোবাইল আমাদের নতুন এই ‘অপো এফ২১এস প্রো’।”
ওএফএস।