স্যামসাং নিয়ে এলো বাংলাদেশে ‘গ্যালাক্সি ওয়াচ ফাইভ’
প্রযুক্তিপ্রেমী ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বাংলাদেশে নিজেদের ‘গ্যালাক্সি ওয়াচ ফাইভ’ নামের স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড ‘স্যামসাং’।
গ্যালাক্সি ওয়াচ ফাইভ-স্লিপ ট্র্যাকিং, হেলথ এন্ড ওয়েলনেস মনিটরিং ও স্যামসাং বায়ো-অ্যাকটিভ সেন্সর আইসি-সহ নানা অনন্য সুবিধাগুলোতে যুক্ত।
স্মার্ট ওয়াচটি ব্যবহারকারীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের নিয়মিত সঙ্গী হয়ে উঠতে সক্ষম, বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ ও দুনিয়ার অষ্টম বড় কম্পানিটি।
স্যামসাং বাংলাদেশের তরফে আরো জানানো হয়েছে, দেশব্যাপী স্যামসাংয়ের সকল স্টোরে নতুন স্মার্ট ওয়াচটি পাওয়া যাবে।
বিশ্বসেরা প্রযুক্তি ও বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানো হয়েছে।
বাজারে আসা অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর চেয়ে বেশি সক্ষমতার ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা আছে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ ০ থেকে শতকরা ৪৫ ভাগ পর্যন্ত চার্জ হতে সময় নেয় মাত্র ত্রিশ মিনিট।
হেলথ সেন্সরগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সেরা মানের স্মার্ট ঘড়িটিতে আরো রয়েছে থ্রি-ইন-ওয়ান স্যামসাং বায়ো-অ্যাকটিভ সেন্সর: বায়ো-ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালাইসিস সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ট সেন্সর (ইসিজি) ও অপটিক্যাল হার্ট রেট সেন্সর।
রাত-দিন চব্বিশ ঘন্টার পুরোটা সময় স্বাস্থ্যের অবস্থা জানান দিতে পারবে।
বাজারের এই নতুন ডিভাইসটি বডি কম্পোজিশন ট্র্যাক করতে পারবে।
মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারকারীরা শরীর ও স্বাস্থ্যের খুঁটিনাটি বিবিধ তথ্য পেতে পারবেন।
গ্যালাক্সি ওয়াচ ফাইভ ব্যবহারকারীদের স্টেপ গণনা করতে পারবে।
ক্যালরি পর্যবেক্ষণ করতে পারবে।
৯০টির বেশি এক্সারসাইজ সাপোর্ট করবে। ব্যবহারকারীরা ঘড়ি থেকেই ট্র্যাক করতে পারবেন।
আগ্রহী ক্রেতারা এখন কোনো ইন্টারেস্ট ছাড়াই ছয় মাসের ইএমআই সুবিধা সহ ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে গ্যালাক্সি ওয়াচ ফাইভ কিনতে পারবেন।
৫ হাজার টাকার ফোল্ডেবল বান্ডেল ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন।
ব্যবহারকারীরা রেগুলার এক্সচেঞ্জ ভ্যালুর ওপর আরো ৩ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন।
স্যামসাং ইলেকট্রনিক্সের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, “বাংলাদেশের বাজারে ব্যতিক্রমী ও সেরা ‘স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ফাইভ’ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ফাইভ ব্যবহারকারীদের ট্র্যাকিং, মনিটরিংসহ আরও অনেক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের শরীর ও স্বাস্থ্যের জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করার সুবিধা দেবে। তরুণদের চাহিদাগুলোও পূরণ করবে পুরোপুরি। আশা করি, ভক্তরা স্মার্ট ওয়াচটির চমৎকার ফিচারগুলো উপভোগ করবেন। উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে তৈরি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ফাইভ।”
বর্তমান বাজার মূল্য ৪২ হাজার ৯৯৯ টাকা।
ওএফএস।