রানি এলিজাবেথের জীবনের সঙ্গী
নিজের শাসনামলে কোনোদিন রানি এলিজাবেথ প্রাযুক্তিক উন্নয়নে পিছিয়ে আসেননি। তবে নিজের জীবনে তিনি তেমনভাবে প্রযুক্তি ব্যবহার করতেন না। তারপরও ব্রিটেনের রানির প্রযুক্তির ছড়াছড়ি ছিল।
রেডিও : ১৯৫৩ সালে, রাজ সিংহাসনে বসার আগেই রাজকুমারী এলিজাবেথ তার প্রথম ভাষণ দিয়েছেন রেডিতে। তখন মানবতার দুর্দশাকাল ছিল। শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার জের টানতে হচ্ছিল ব্রিটেনকে। তিনি তার বোন মার্গারিটকে নিয়ে কমনওয়েলথের দেশগুলোর শিশুদের জন্য সবাইকে বলেছেন, ‘যখন শান্তি আসবে, মনে রাখবেন তা আসবে আমাদের জন্য। আজকের শিশুরা আগামী দিনের সেই বিশ্বকে একটি আরো ভালো ও শান্তিপূর্ণ স্থান হিসেবে তৈরি করবে, তাদের করতে হবে।’ এভাবেই মহিমা ছড়িয়েছেন তিনি।
টেলিভিশন : ১৯৫৩ সালে তার রাজসিংহাসনে আরোহন বিশ্বের প্রথম কোনো রাজা বা রানির আরোহন হিসেবে টিভিতে প্রচার করা হলো এবং মানুষের টিভি কেনা বিপুলভাবে বাড়িয়ে দিল। তার সিংহাসনে বসা কেবল রঙিন আকারে সিনেমাতে প্রচার করা হয়নি, থ্রিডি টেকনোলজিতে পরীক্ষামূলকভাবে রেকর্ড করা হয়েছে। তিনি ২০১২ সালে তার বার্ষিক বড়দিনের বাণী থ্রিডি আবার রেকর্ড করেছিলেন।
ইমেইল : তিনি প্রথম রাজা বা রানি হিসেবে পুরো বিশ্বে একটি ইমেইল করলেন ১৯৭৬ সালে। তিনি তখন শুরুর দিকের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করেছেন। তাকে ‘অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক’ বা ‘এআরপ্ল্যানেট’ নামে অভিহিত করা হয়। এই কম্পিউটার হলো বিশ্বের প্রথম দিকের। এই মেইলটি ‘হার ম্যাজেস্ট্রি, এলিজাবেথ ২’ নামে প্রেরণ করা হয়েছে।
ওয়েবসাইট : তিনি রাজ পরিবারের প্রথম ওয়েবসাইট ১৯৯৭ সালে চালু করেছেন। এরপর ওয়েবসাইটটির নাম তিনবার বদলানো হয়েছে।
ভিডিও কল : ২০০৭ সালে তিনি ভিডিও লিংকের মাধ্যমে নাসার গডার্ড ফ্লাইট সেন্টারে ভিডিও কল করেছেন। তিনি তখন এই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মহাকাশচারীদের সঙ্গে আলাপ করেছেন। এই বছরের শুরুর দিকে তিনি লন্ডনের বাকিংহাম রাজপ্রসাদ থেকে উইন্ডসর প্রাসাদে ভিডিও কল করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম : রানি প্রথম নিজের হাতে ইউটিউবে পোস্ট করেছেন ২০০৮ সালে। টুইটারে ২০১৪ সালে প্রথম টুইট করেছেন। নিজের প্রথম ছবি পোস্ট করেছেন ইনস্ট্রাগ্রামে ২০১৯ সালে।
কম্পিউটার : তিনি নাতি-নাতনিদের কাছ থেকে ভালোভাবে কম্পিউটার ব্যবহার করা শিখেছেন। তার নিজের কম্পিউটার ছিল।
এমপিথ্রি প্লেয়ার : তার একটি আইপ্যাড ও একটি সিলভার এমপিথ্রি ছিল।
ট্যাবলেট : ২০১২ সালে রানির হিরকজয়ন্তীতে তিনি অন্তত ৬০ বছরের রাজ সিংহাসনের সংগ্রহ একটি ট্যাবলেট কম্পিউটারে মেমোরাইজ করেছেন। সেটি হলো স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১।
ট্রেন : তার দাদীর দাদী উপঢৌকন হিসেবে পেয়েছিলেন, রানি এলিজাবেথ ২ সেই ট্রেনটি লন্ডনের ভিক্টোরিয়া টিউব ট্রেন লাইনে ১৯৬৯ সালে চালু করেছেন আনুষ্ঠানিকভাবে। তিনি তা নানা কারণে ব্যবহার করেছেন।
বিমান : তিনি কনকর্ডের সুপারসনিক বিমানের প্রথম দিকের যাত্রী হিসেবে ১৯৭৭ সালে বার্বাডোজ থেকে লন্ডনে এসেছেন। ককপিটে তার ছবি তোলা হয়েছে।
কার : রানির নিজের গাড়ি চালানোর সুনাম আছে। তিনি প্রাসাদের মধ্যে বেড়াতেন। তাদের ব্যক্তিগত গাড়ি চালক ও নিরাপত্তারক্ষীরা থাকেন বলে তার নিজের বাইরে চালানোর সুযোগ ছিল না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে তিনি একটি অ্যাম্বুলেন্স নিজে চালিয়েছেন উইন্ডসর প্রসাদের আশপাশে। তখনো কিন্তু তাকে মানা করা হয়েছিল। তিনি শোনেননি।
ওএফএস।