রাণীর কফিন বহনকারী ইতিহাসের সবচেয়ে ট্র্যাক করা বিমান
ব্রিটেনের রাণী এলিজাবেথের কফিন বহনকারী বিমানটিই ইতিহাসের সবচেয়ে ট্র্যাক করা (ইন্টারনেটে অনুসরণ করা) বিমান বলে জানিয়েছে ফ্লাইটট্রাডার২৪.কম।
প্রায় ৬০ লাখ মানুষ বিমানটির আকাশপথ এডিনবার্গ থেকে রাফ নর্থল্ডে প্রথম মিনিট থেকে অনুসরণ করার চেষ্টা করেছেন।
রাফ নর্থল্ড হলো ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর একটি স্টেশন। আছে সাউথ রাইস্লিপে। জায়গাটি আরো নির্দিষ্টভাবে লল্ডনের পশ্চিম অংশে।
রাণীকে বহনকারী বিমানটি অনুসরণের ফলে সাইটটিতে বিপুল ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তারা। কেবল এই সাইটের মাধ্যমেই এত বিপুল মানুষ আকাশে বিমানটিকে অনুসরণ করেছেন।
৪০ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ তখন সাইট ও তাদের অ্যাপের মাধ্যমে বিমানটিকে দেখেছেন।
একটি ইউটিউব স্ট্রিমের মাধ্যমে ২ লাখ ৯৬ হাজার মানুষ রাণীর শেষ বিমান বিদায়ের যাত্রা অনুসরণ করেছেন।
এর আগের বিশ্বরেকর্ডটি মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পোলাসির। তিনি গেল মাসে তাইওয়ানে গিয়েছিলেন। তখন তাকে বিমানপথে অনুসরণ করেছেন ফ্লাইটট্রাডার ২৪.কমের মাধ্যমে ২২ লাখ মানুষ।
ব্রিটেনের রাণীর কফিন একটি রাজকীয় ব্রিটিশ বিমানবাহিনীর গ্লোবমাস্টার সি ১৭ বিমানে বহন করা হয়েছেন।
তাকে এডিনবার্গের সেন্ট গার্লস ক্যাথেড্রাল থেকে তারা এই বিমানে তুলে নিয়েছেন।
রাণীকে বহনের সামরিক চিহ্ন ‘কেটিহক’ নামের ডাক চিহ্নটি শেষ বারের মতো ফ্লাইটটি বহন করেছে।
ব্রিটেনের রাণীর সঙ্গে শেষ কফিন যাত্রায় ছিলেন তার একমাত্র মেয়ে রাজকুমারী অ্যান ও তার স্বামী স্যার টিমেথি লরেন্স।
রাজকুমারী অ্যান জানিয়েছেন, ‘তিনি সবচেয়ে প্রিয় মানুষ মায়ের সঙ্গে তার জীবনের শেষ কটি ঘন্টা কাটাতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করেছেন।’
তিনি আরো জানিয়েছেন, ‘বিমানে একটি ঘন্টা লেগেছে এবং তার জীবনের শেষ যাত্রাগুলোতে সহচর্য দেবার সুযোগ দেওয়া আমার কাছে একটি বিশেষ অধিকার।’
ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস অন্যান্যদের মধ্যে রাজকীয় বিমান বাহিনীর রাণীকে বহনকারী বিমানটিকে স্বাগত জানিয়েছেন।
এর আগের রেকর্ডে যে বিমানটি মিস পোলাসিকে মার্কিন সংসদ সদস্যদের প্রতিনিধি হিসেবে আগস্টে তাইওয়ানে নিয়ে গিয়েছে, সেটি মানুষের আগ্রহ তৈরির কারণ এই ছিল যে, ২৫ বছরের মধ্যে তিনিই মার্কিন সর্বোচ্চ পদের কর্মকর্তা হিসেবে তাইওয়ান সফরে গিয়েছেন।
কীভাবে মঙ্গলবারের রাণীর বিমানযাত্রা ট্রাফিক জ্যামের সৃষ্টি করেছে অনলাইনে সেই প্রস্তুতি নিয়ে ফ্লাইটট্রাডার ব্যাখ্যা দিয়েছেন, ‘আমাদের ন্যান্সি পোলাসির গেল মাসের অভিজ্ঞতার ভিত্তিতে, আমরা একটি পথে বিপুল লোক সমাগম আশা করেছিলাম। তবে অবিলম্বে প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাধারণ মানুষের আগমন আমাদের সকল কাজকে স্থবির করে দিলো ও আকাশপথে ট্রাফিক জ্যাম তৈরি করলো।’
তবে তারা উল্লেখ করেছেন, প্রায় ৬ লাখ মানুষ তাদের কার্যক্রম আকাশে কমস্থবিরতার মধ্যেও সফলভাবে অনুসরণ করেছেন।
তারা আরো জানিয়েছেন, ‘রাণী এলিজাবেথের মতো বিরাট মাপের ব্যক্তিত্বের জন্য আমাদের আলাদা উদ্যোগ থাকলেও আমরা এই ঘটনার শিকার হয়েছি। আমাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে ট্র্যাক করা ফ্লাইট ছিল তার শেষ বিমানযাত্রা।’