প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস বশেফমুবিপ্রবিতে
লেখা ও ছবি : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
দেশের বিদ্যুত ও জ্বালানি সাশ্রয় করতে জামালপুরের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)’ এখন থেকে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধন্ত গ্রহণ করেছে।
বুধবার নব নিযুক্ত রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত সংবদি বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, “বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে, আগামী সপ্তাহ থেকে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।”
রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন জানিয়েছেন, ‘আগের নিয়মে শুক্র ও শনি বার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জরুরী পরিষেবাসমূহ যথা-বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি কার্যক্রম ২৪ ঘন্টা বলে নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে’ বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
তারা উল্লেখ করেছেন, ‘অনলাইনে প্রতি মঙ্গলবার ক্লাস নেওয়া হলে অফিশিয়াল প্রয়োজনে সব অফিস খোলা রাখা হবে।’
ওএফএস।